2024-04-20 04:57:25 am

দুর্গতিনাশিনীর রূপ ফুটিয়ে তুলতে ব্যস্ত শিল্পীরা

www.focusbd24.com

দুর্গতিনাশিনীর রূপ ফুটিয়ে তুলতে ব্যস্ত শিল্পীরা

০৭ অক্টোবার ২০২১, ১০:১০ মিঃ

দুর্গতিনাশিনীর রূপ ফুটিয়ে তুলতে ব্যস্ত শিল্পীরা

ষষ্ঠীপূজার মাধ্যমে আগামী ১১ অক্টোবর শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। পাঁচ দিনব্যাপী এ উৎসব সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সুনামগঞ্জের প্রতিমাশিল্পীরা। ইতিমধ্যে প্রতিটি মণ্ডপে প্রতিমা নির্মাণ শেষ হয়েছে। এখন শুধু রংতুলির আঁচড়ে দুর্গতিনাশিনীর রূপ ফুটিয়ে তোলার চেষ্টা। সব মিলিয়ে প্রতিমাশিল্পীদের এখন দম ফেলার সময় নেই।

পৃথিবীর সব প্রাণীর দুঃখ দুর্গতিনাশ করে শান্তি স্থাপন করতে দুর্গাদেবী আসছেন, এমন বিশ্বাসই করেন হিন্দু ধর্মাবলম্বীরা। এ জন্যই দুর্গাদেবীর শুভ আগমনে সুনামগঞ্জ জেলাজুড়ে চলছে নানা আয়োজন।

করোনার কারণে গেল বছর উৎসবের আমেজে ভাটা ছিল। এবার সেটি নেই, মণ্ডপে মণ্ডপে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি চলছে। জেলায় ৪১৯টি মণ্ডপে পূজা হবে। এর মধ্যে সুনামগঞ্জ পৌর শহরে হচ্ছে ২৩টি মণ্ডপে দুর্গোৎসব।

দুর্যোধন দাস বললেন, শারদীয় দুর্গাপূজা বিপুল আনন্দ-উদ্দীপনায় শুরু হবে। পৃথিবীর সব মানুষের শান্তি সমৃদ্ধি কামনায় দেবীর এবার ঘোটকে আগমন, দোলায় গমন হবে। মহামারি করোনা থেকে পৃথিবীর সব মানুষ মুক্ত হোক, নিরাপদে থাকুক, দেবীর কাছে এটাই চাওয়া আমাদের।

পূজারী নিমাই সরকার বললেন, প্রতিবছরের মতো এবারও সুনামগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবমুখর পরিবেশে এবারের দুর্গাপূজা সমাপন হবে।

সুনামগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান রায় বলেন, আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে। জেলাজুড়ে এবার মোট ৪১৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি মণ্ডপকে পূজা উদযাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সুনামগঞ্জ মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য  বলেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এ জন্য শারদীয় দুর্গাপূজার দিনগুলোকে নিরাপত্তা বাড়ানোর দাবি তার।

তিনি আরও বলেন, প্রতিবছরই আমরা বিভিন্ন কর্মসূচি পালন করে প্রশাসনকে দুর্গাপূজার দিনগুলোতে নিরাপত্তা বাড়ানোর জন্য বলি। এবার আমাদের কেন্দ্রীয় কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া স্মারকলিপির অনুলিপি জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর জমা দিয়েছি।

শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর করতে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে মণ্ডপে মণ্ডপে জানিয়ে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন   জানান, দুর্গোৎসবে কেউ অশোভান আচরণের চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :