2024-03-29 02:52:57 am

ইলিশ রক্ষার অভিযানে ইউএনওর নৌযান ডুবিয়ে দেওয়ার চেষ্টা

www.focusbd24.com

ইলিশ রক্ষার অভিযানে ইউএনওর নৌযান ডুবিয়ে দেওয়ার চেষ্টা

০৮ অক্টোবার ২০২১, ১৪:১৭ মিঃ

ইলিশ রক্ষার অভিযানে ইউএনওর নৌযান ডুবিয়ে দেওয়ার চেষ্টা

বরিশালের মেহেন্দিগঞ্জের দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের সিকদার বাড়ি ঘাট সংলগ্ন গজারিয়া নদীতে মা ইলিশ রক্ষায় অভিযানে নামায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্পিডবোট ডুবিয়ে দেয়ার চেষ্টা চালিয়েছেন অসাধু কয়েকজন জেলে।

শুক্রবার (৮ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই জেলেরা শক্তিশালী ইঞ্জিনচালিত ট্রলার দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্পিডবোটকে সজোরে ধাক্কা দেয়। এত স্পিডবোটে থাকা দুই আনসার সদস্য আঘাত পেয়ে নদীতে পড়ে যান। তাদেরকে উদ্ধার করা হলেও এক আনসার সদস্যের আগ্নেয়াস্ত্র (শটগান) নদীতে তলিয়ে যায়।

barisal1

আহত আনসার সদস্য মো. ইব্রাহিম ও মো. তুহিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আগ্নেয়াস্ত্র উদ্ধারে গজারিয়া নদীতে তল্লাশি শুরু করেছেন বরিশাল রিভার ফায়ার সার্ভিসের স্টেশনের ডুবুরিরা।

মেহেন্দিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন মাসুদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :