2022-01-22 02:30:43 am

দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন

www.focusbd24.com

দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন

১১ অক্টোবার ২০২১, ১৩:৪১ মিঃ

দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন

পদ্মা নদীতে ড্রেজিং এবং অতিরিক্ত যানবাহনের চাপে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এতে দৌলতদিয়া ঘাটে আটকা পড়েছে কয়েকশ যানবাহন।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের কয়েক কিলোমিটার এবং ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরের গোয়ালন্দ মোড়ের সড়কে শতাধিক ট্রাক সিরিয়ালে রয়েছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। রয়েছে কিছু যাত্রীবাহী বাসও।

Rajbari-(2).jpg

জানা গেছে, যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্যবাহী ট্রাককে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হলেও দীর্ঘ সময় সিরিয়ালে আটকে থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে চালকদের।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় ১৯টি ফেরি চলাচল করছে। মূলত শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট ও দক্ষিণাঞ্চলের অতিরিক্ত যানবাহনের চাপ এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ড্রেজিং কার্যক্রম চলায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দৌলতদিয়া প্রান্তে সৃষ্টি হচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। তবে যাত্রীবাহী যানবাহন ও পচনশীল পণ্যবাহী ট্রাককে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।


সম্পাদক: শাহ মোহাম্মদ রনি


এমআরএল মিডিয়া লিমিটেড কর্তৃক প্রকাশিত সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০১৯৪৪-৭১৯০৯০, ০১৬৭১-১৪৩৩৩৩ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :