2024-04-25 08:46:27 pm

প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে দিয়ে কারাগারে এক ব্যক্তি

www.focusbd24.com

প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে দিয়ে কারাগারে এক ব্যক্তি

১৮ অক্টোবার ২০২১, ২২:০২ মিঃ

প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে দিয়ে কারাগারে এক ব্যক্তি

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করায় মো. পারভেজ মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৭ অক্টোবর) বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইমাম হাসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মো. পারভেজ মিয়া জেলার ভালুকা উপজেলার জামিরদিয়া নয়ানীপাড়া এলাকার মৃত মমিন উদ্দিনের ছেলে। এর আগে ওই দিন সকালে ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদী হয়ে পারভেজ মিয়াকে আসামি করে মামলা করেন।

বিষয়টি  নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম।

তিনি জানান, গত শনিবার (১৬ অক্টোবর) ছবি মো. পারভেজ মিয়া তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিকৃত ছবি শেয়ার করেন। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। পরে ওই দিন রাতেই পুলিশ অভিযান চালিয়ে পারভেজ মিয়াকে আটক করে। আটকের পরদিন মামলা করেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :