2024-03-29 03:22:42 am

টানা বর্ষণে তলিয়ে আছে সাতক্ষীরার নিম্নাঞ্চল

www.focusbd24.com

টানা বর্ষণে তলিয়ে আছে সাতক্ষীরার নিম্নাঞ্চল

২০ অক্টোবার ২০২১, ২০:০৫ মিঃ

টানা বর্ষণে তলিয়ে আছে সাতক্ষীরার নিম্নাঞ্চল

তিনদিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে সাতক্ষীরা পৌরসভার বেশিরভাগ নিম্নাঞ্চল। পানিবন্দি হয়ে পড়েছে শত শত পরিবার। ভেসে গেছে জমির ফসল, আমন ক্ষেত, মাছের ঘের ও পুকুর।

সরেজমিন ঘুরে দেখা গেছে, শহরের নিম্নাঞ্চলের বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘরবাড়িতে পানি উঠেছে। বৃষ্টির কারণে নিম্নআয়ের মানুষেরা চরম দুর্ভোগে রয়েছেন।

jagonews24

পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর কাজীপাড়ার বাসিন্দা করিম উদ্দিন বলেন, টানা বৃষ্টি কারণে বাড়িঘরে পানি উঠতে শুরু করেছে। বাড়ির উঠানে এখন হাঁটু পানি। বাড়ি থেকে বের হতে পারছি না। পানি বের হওয়ার কোনো পথও নেই। এখন পর্যন্ত জনপ্রতিনিধিরা আমাদের খোঁজ নেননি।

একই এলাকার বাসিন্দা কাজী বাবু বলেন, ড্রেন দিয়ে পানি সরে না। উল্টো ড্রেনের পানি বাড়িঘরে প্রবেশ করছে। কোটি টাকা ব্যয়ে খাল খনন করা হলেও সাতক্ষীরা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া প্রাণসায়ের খাল দিয়ে পানি সরে না।

jagonews24

শহরতলীর মাছখোল এলাকার বাসিন্দা সাকিবুল ইসলাম বলেন, কিছুদিন আগে টানা বৃষ্টিতে পুরো এলাকার সব বাড়িঘরে পানি উঠেছিল। পরে পানি একটু কমলেও গত তিনদিনের টানা বৃষ্টিতে ফের পানি জমেছে। বাড়ির উঠান, ফলের বাগান সব এখন পানিতে তলিয়ে আছে। আমাদের পাকা রাস্তার ওপরেও এখন হাঁটু পানি।

jagonews24

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন বলেন, নিম্নচাপের প্রভাবে সোমবার (১৮ অক্টোবর) সকাল থেকে বুধবার (২০ অক্টোবর) বিকেল পর্যন্ত সাতক্ষীরায় ১০০ মিলিমিটারে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এখনো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :