2024-04-27 01:58:20 am

‘সামাজিক মাধ্যমগুলো সরকারের পরামর্শ আমলে নিয়ে কাজ করছে’

www.focusbd24.com

‘সামাজিক মাধ্যমগুলো সরকারের পরামর্শ আমলে নিয়ে কাজ করছে’

২৩ অক্টোবার ২০২১, ১৫:১৮ মিঃ

‘সামাজিক মাধ্যমগুলো সরকারের পরামর্শ আমলে নিয়ে কাজ করছে’

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘২০১৮ সালের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সুসম্পর্ক প্রতিষ্ঠা করেছে সরকার। বর্তমানে সামাজিক মাধ্যমগুলো সরকারের যেকোনো পরামর্শ গুরুত্বের সঙ্গে আমলে নিচ্ছে, ভবিষ্যতে তা আরও কার্যকর হবে।’

মন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা চ্যালেঞ্জিং হলেও সরকার তা মোকাবিলায় পিছিয়ে নেই। ডিজিটাইজেশনের প্রসারের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।’

টেলিযোগাযোগ মন্ত্রী শুক্রবার (২২ অক্টোবর) রাতে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ডিজিটাল প্রযুক্তি উদ্যোক্তাদের আয়োজিত ‘ডিজিটাল সিকিউরিটি সম্মেলন’ শীর্ষক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন। সেখানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মোস্তফা জব্বার বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম সাম্প্রদায়িক দাঙ্গাসহ সামাজিক-রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য এখন বড় একটি চ্যালেঞ্জ। সে সংকটও অতিক্রম করতে আমরা কাজ করছি, আমরা সফলও হবো।’

মন্ত্রী বলেন, ‘১৯৬৪ সালে এ ভূখণ্ডে প্রথম কম্পিউটার আসে। ১৯৮৭ সালের আগে পর্যন্ত কম্পিউটার কেবল বিশেজ্ঞরা ব্যবহার করতেন। কম্পিউটারে বাংলাভাষা প্রবর্তনের পর জনপ্রিয়তা পেতে শুরু করে।’

তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে আমরা যে যুদ্ধটি শুরু করেছি, তা সফলতার দ্বারে কড়া নাড়ছে। আমরা সৌদি আরবে আইওটি ডিভাইস রপ্তানি করছি। বিশ্বের ৮০টি দেশে বাংলাদেশ থেকে সফটওয়্যার রপ্তানি হচ্ছে।’

যুক্তরাষ্ট্রপ্রবাসী উদ্যোক্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড-এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং বিটিআরসি-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ বক্তৃতা করেন।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :