2024-03-28 08:00:47 pm

ঢাকা লকডাউন না হলে ট্রেন চলাচল বন্ধ হবে না

www.focusbd24.com

ঢাকা লকডাউন না হলে ট্রেন চলাচল বন্ধ হবে না

২৩ মার্চ ২০২০, ০৭:৫৮ মিঃ

ঢাকা লকডাউন না হলে ট্রেন চলাচল বন্ধ হবে না
ট্রেন চলাচল। ছবি: সংগৃহীত

সরকারি কোনো নির্দেশনা না এলে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক থাকবে। ঢাকা লকডাউন বা সরকারের উচ্চ পর্যায় থেকে যদি নির্দেশনা আসে সেক্ষেত্রে ট্রেন চলাচল বন্ধ করা হবে। এর আগ পর্যন্ত করোনা পরিস্থিতিতেও দেশের সবগুলো রুটে ট্রেন চলাচল করবে। গতকাল রবিবার এ তথ্য জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসাইন।

তিনি বলেন, রেল যেভাবে চলে সেভাবেই চলছে, তবে যাত্রী কিছুটা কমেছে। রেলপথ মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। কিন্তু বন্ধের কোনো সিদ্ধান্ত সরকারিভাবে নেওয়া হয়নি। যদি কখনো ঢাকা লকডাউন করা হয় বা এ ধরনের পরিস্থিতি তৈরি হয় তাহলে রেল মন্ত্রণালয় সেটি বিবেচনা করবে।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার আমিনুল হক জুয়েল বলেন, প্রতিদিন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৩৭টি আন্তঃনগর ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে। শুধু কলকাতা থেকে ঢাকা রুটের মৈত্রী ট্রেন করোনা পরিস্থিতির জন্য বন্ধ রয়েছে বলে জানান তিনি।

এদিকে রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামান জানিয়েছেন, করোনা পরিস্থিতির জন্য ট্রেনের আগাম টিকিট ১০ দিন আগে নয়, এখন থেকে পাঁচ দিন আগে দেওয়া হবে। আজ সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান তিনি।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :