2024-04-20 01:29:58 am

বাংলাদেশের উচিত যোগ্যদের সুযোগ দেওয়া: ওয়াসিম আকরাম

www.focusbd24.com

বাংলাদেশের উচিত যোগ্যদের সুযোগ দেওয়া: ওয়াসিম আকরাম

০৬ নভেম্বার ২০২১, ১৮:৫৭ মিঃ

বাংলাদেশের উচিত যোগ্যদের সুযোগ দেওয়া: ওয়াসিম আকরাম

সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের সবকয়টিতে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে হয়েছে ভরাডুবি। আগে ব্যাট করে মাত্র ৭৩ রানে অলআউট হওয়ার পর ম্যাচ হেরেছে মাত্র ৩৮ বলে।

এই ম্যাচের পর বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন নিয়ে বিশদ আলোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, মিসবাহ উল হকরা। এ স্পোর্টসের নিয়মিত অনুষ্ঠান দ্য প্যাভিলিয়নে নানান বিষয় নিয়ে কথা বলেছেন তারা।

বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে নিজের মতামত জানাতে গিয়ে কোচিং প্যানেল নিয়ে প্রশ্ন তোলেন ওয়াসিম। তার মতে, উচ্চ পারিশ্রমিকে কোচ না এনে যোগ্যদের হাতে দায়িত্ব দেওয়া উচিত। ওয়াসিম বলেছেন, ‘শুধু বিদেশ থেকে কাড়ি কাড়ি টাকা খরচ করে কোচ নিয়ে আনলেই হবে না, বাংলাদেশের উচিত যোগ্যদের সুযোগ দেওয়া।’

এছাড়া বাংলাদেশের মানুষের ক্রিকেটপ্রেম সম্পর্কেও ওয়াকিবহাল রয়েছেন ওয়াসিম। তবে এর মাঝেই একটি সমস্যা বের করেছেন এ কিংবদন্তি বাঁহাতি পেসার। বাংলাদেশের সবাই নিজেকে ক্রিকেট বিশেষজ্ঞ মনে করে, ওয়াসিমের মতে যা মোটেও ঠিক নয়।

তিনি বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট পাগল জাতি। সেখানের মানুষের ক্রিকেট নিয়ে আলাদা আবেগ রয়েছে। সমস্যা হলো, তাদের সবাই এমনকি দেশটির ক্রিকেট বোর্ডও নিজেদেরকে ক্রিকেট এক্সপার্ট মনে করে। কিন্তু আমি বলব, তারা হয়তো কিছু ম্যাচ জিতেছে আগে। তাই বলে ক্রিকেট এক্সপার্ট হয়ে যায়নি।’

এসময় বাংলাদেশে খেলার একটি অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমি নব্বইয়ের দশকে বাংলাদেশে ঘরোয়া ক্রিকেট খেলতে গিয়েছিলাম। তখন আমি ঢাকার আশপাশে বেশ কিছু জায়গা ঘুরে দেখেছিলাম, সে সময় আমার চোখে পড়েছিল রাস্তার পাশের মাঠগুলোতে সবাই ফুটবল খেলছে।’

‘কিন্তু ২০১১ সালে যখন আবার আমি সেখানে গেলাম, তখন পুরোপুরি ভিন্ন পরিস্থিতি দেখলাম। তখন দেখলাম সবাই ক্রিকেট খেলায় মেতেছে। এখন বাংলাদেশ ক্রিকেটপাগল একটি দেশ। তাই তাদের কাঠামোও সেভাবে উন্নতি করা উচিত।’


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :