2024-04-26 07:55:57 pm

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কোয়ারেন্টাইনে চীনা জাহাজ

www.focusbd24.com

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কোয়ারেন্টাইনে চীনা জাহাজ

২৩ মার্চ ২০২০, ২২:৫৩ মিঃ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কোয়ারেন্টাইনে চীনা জাহাজ
ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে চীন থেকে আসা একটি জাহাজকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। জাহাজটির নাম ‘এমসিসি কিনডো’। জাহাজটি গত ২২ মার্চ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে জাহাজটিকে কোয়ারেন্টাইন করা হয়েছে বলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জাহাজের ক্যাপ্টেনকে জানিয়ে দেয়া হয়।

চট্টগ্রাম বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন ফরিদুল আলম ইত্তেফাককে বলেন, কন্টেইনারবাহী জাহাজ এনসিসি কিনডো চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে ২২ মার্চ। জাহাজটিকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। ফলে জাহাজটি আগামী ২৬ এপ্রিল চট্টগ্রাম বন্দরের জেটিতে বার্থিং পাবে। এর আগে এই জাহাজ থেকে কোন পণ্য কিংবা জাহাজটি বন্দরের ভেতরে আসতে পারবে না।

তিনি জানান, চীনের উহান প্রদেশে করোনা ভাইরাস সংক্রমণের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) যেকোন চীনা বন্দর থেকে কোন জাহাজ চট্টগ্রাম বন্দরে আসলে সে জাহাজকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা জারি করা হয়েছে। সে অনুসারে এই জাহাজটিও কোয়ারেন্টাইনে এসেছে।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক ইত্তেফাককে বলেন, করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে চট্টগ্রাম বন্দরে চীন থেকে যে সমস্ত জাহাজ এসেছে এবং আসছে সব জাহাজকে ১৪ দিনের কোয়ারেন্টাইন পিরিয়ড বহির্নোঙরে কাটাতে হবে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :