2024-04-26 08:34:46 am

বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

www.focusbd24.com

বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

০৮ নভেম্বার ২০২১, ১৯:৩৯ মিঃ

বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর মহানগরের টেকনগরপাড়ায় বকেয়া বেতনের দাবিতে চৌধুরী গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সোমবার (৮ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।

কারখানার শ্রমিকরা জানান, শ্রমিকদের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন বকেয়া রয়েছে। বারবার বেতন পরিশোধের আশ্বাস দিলেও কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করছে না। সোমবার (৮ নভেম্বর) বিকেল সোয়া ৩টায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করে। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। এতে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। ফলে হাজারো মানুষ ভোগান্তিতে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল সোয়া ৪টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

কারখানার শ্রমিক আশিক, রবিন ও মাজেদ বলেন, একমাস ধরে কারখানায় কাজ নেই। গত দুই মাসের বেতন বকেয়া রয়েছে। কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধের একাধিক তারিখ দিয়েও তা পরিশোধ করেনি।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু বলেন, কিছু সময় শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। কারখানা কর্তৃপক্ষের সাথে বেতন ভাতা নিয়ে আলোচনা চলছে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :