2024-04-18 11:36:59 pm

করোনা: ছয় দিন পর মৃত্যুশূন্য রাজশাহী মেডিকেল

www.focusbd24.com

করোনা: ছয় দিন পর মৃত্যুশূন্য রাজশাহী মেডিকেল

১৭ নভেম্বার ২০২১, ১১:০৬ মিঃ

করোনা: ছয় দিন পর মৃত্যুশূন্য রাজশাহী মেডিকেল

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে ফের ছয়দিন পর মৃত্যুহীন দিন দেখলো রামেক হাসপাতালের করোনা ইউনিট।

বুধবার (১৭ নভেম্বর) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চলতি মাসের ৭ নভেম্বর ও ১১ নভেম্বর ছিল মৃত্যুহীন দিন। এর আগে ৩১ অক্টোবর ও ১৫ মে রামেক হাসপাতালের করোনা ইউনিটের দিনগুলো ছিল মৃত্যুহীন। আবার ছয়দিন পর করোনায় মৃত্যুহীন দিন দেখলো রামেক।

রামেক হাসপাতালের পরিচালক আরও বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন পাঁচজন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুজন। করোনা সন্দেহে ভর্তি আছেন ১৮ জন। করোনায় আক্রান্ত হয়ে ৯জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ছয়জন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৪২টি নমুনা পরীক্ষায় চারজন ও মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৮২টি নমুনা পরীক্ষায় দুজনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার এক দশমিক ৭২ শতাংশ।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :