2022-05-17 02:39:04 pm

বিয়ের পর নাম বদলে ফেলবেন ক্যাটরিনা

www.focusbd24.com

বিয়ের পর নাম বদলে ফেলবেন ক্যাটরিনা

২০ নভেম্বার ২০২১, ১৮:০১ মিঃ

বিয়ের পর নাম বদলে ফেলবেন ক্যাটরিনা

দ্রুতই বিয়ে করতে যাচ্ছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বিয়ে নিয়ে নানারকম গুঞ্জন বেড়েই চলেছে বলিউডের অন্দর মহলে। রোজই নতুন নতুন খবর ছড়িয়ে পড়ছে আরব সাগরের তীরে। কখনও শোনা যাচ্ছে রাজস্থানের একটি ৭০০ বছরের পুরনো দুর্গে বিয়ে হবে।

আবার কখনও রটেছে বিয়ের পর একসঙ্গে থাকার জন্য মুম্বাইয়ের জুহুতে নতুন এক ফ্ল্যাটও নাকি কিনেছেন তারা।

এবার শোনা গেল, ভিকির সঙ্গে বিয়ের পর পদবী বদলে নিজের নামে পরিবর্তন আনবেন ক্যাটরিনা। তিনি হবেন ক্যাটরিনা কাইফ কৌশল।

শোনা যাচ্ছে, প্রযোজক সংস্থা ও পরিচালককে ক্যাটরিনা কাইফ জানিয়েছেন তার আগামী ছবি ‘টাইগার থ্রি’র টাইটেল কার্ডে ক্যাটরিনা কাইফ কৌশল নাম অন্তর্ভুক্ত করতে। তবে এই কথা রটলেও, এই নিয়ে আপাতত ক্যাটরিনার তরফ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

বলিউডে এ ঘটনা প্রথম নয়। এর আগে কারিনা কাপুর, সোনম কাপুরও বিয়ের পর নিজের নামের সঙ্গে যুক্ত করেছেন স্বামীর পদবি। সেই পথেই এবার হাঁটতে চলেছেন ক্যাটরিনা।

অন্যদিকে শোনা গিয়েছে, ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের পার্টিতেই নাকি নিজেদের প্রেমকে সামনে আনবেন কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। জানা গেছে, ক্যাটরিনার মেহেন্দি অনুষ্ঠানে কিয়ারা ও সিদ্ধার্থ নাচবেন ‘শেরশাহ’ ছবির গানের সঙ্গে।


সম্পাদক: শাহ মোহাম্মদ রনি


এমআরএল মিডিয়া লিমিটেড কর্তৃক প্রকাশিত সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০১৯৪৪-৭১৯০৯০, ০১৬৭১-১৪৩৩৩৩ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :