2024-04-19 06:19:01 am

ধামরাইয়ে যুবককে বেঁধে নির্যাতন, নবনির্বাচিত চেয়ারম্যান আটক

www.focusbd24.com

ধামরাইয়ে যুবককে বেঁধে নির্যাতন, নবনির্বাচিত চেয়ারম্যান আটক

২৩ নভেম্বার ২০২১, ১১:৩১ মিঃ

ধামরাইয়ে যুবককে বেঁধে নির্যাতন, নবনির্বাচিত চেয়ারম্যান আটক

ঢাকার ধামরাইয়ে এক যুবককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২২ নভেম্বর) বিকেলে ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের পূর্বসূত্রাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককরা হলেন- বালিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবর রহমান (৪৫), সিয়াম (২০), আব্দুল মজিদ (৭০), সামছুল হক (৪৫), মজিবর (৭০), রাজন (৩৫), শামীম (২৫), নাছিমা আক্তার (৩২) ও রাশেদা বেগম (২৭) ও এক কিশোর।

ভুক্তভোগী যুবকের ভাই রবিউল আউয়াল বলেন, আমার ভাই ইসরাফিল একজন ইট ব্যবসায়ী। ইউপি নির্বাচনে সে নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবর রহমানের প্রতিপক্ষকে সমর্থন করেছিল। এছাড়া এর আগেও মুজিবরের সঙ্গে ব্যবসা সংক্রান্ত বিষয়ে তার বিরোধ ছিলো। এরই জেরে সোমবার দুপুর ১২টার দিকে চেয়ারম্যান মুজিবর তার লোকজন পাঠিয়ে ইসরাফিলকে ডেকে নিয়ে যায়। পরে চেয়ারম্যানের উপস্থিতিতে সূত্রাপুর বাজারে হাত-পা বেঁধে লাঠি ও রড দিয়ে তাকে বেধড়ক পেটানো হয়। পরে পুলিশ চেয়ারম্যানসহ তার লোকজনকে ধরে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ওই এলাকায় ঝামেলা হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয় চেয়ারম্যানসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :