2024-03-29 03:41:24 am

জার্মানির প্রথম বিশ্বকাপজয়ী দলের শেষ সদস্যের চিরবিদায়

www.focusbd24.com

জার্মানির প্রথম বিশ্বকাপজয়ী দলের শেষ সদস্যের চিরবিদায়

০৪ ডিসেম্বার ২০২১, ১০:০৩ মিঃ

জার্মানির প্রথম বিশ্বকাপজয়ী দলের শেষ সদস্যের চিরবিদায়

বর্তমানে জার্মানির ঘরে রয়েছে বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ চারটি শিরোপা। যার সবশেষটি তারা জিতেছে ২০১৪ সালে। আর প্রথমটি জিতেছিল তারও ৬০ বছর আগে, ১৯৫৪ সালে। জার্মানির (তৎকালীন পশ্চিম জার্মানি) হয়ে সেই বিশ্বকাপ জেতা দলের শেষ সদস্য হোর্স্ট একেল মারা গেছেন শুক্রবার।

জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একেলের মৃত্যুর খবর জানিয়ে লেখা হয়েছে, ‘হোর্স্ট একেলের মৃত্যুতে শোক প্রকাশ করছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। ১৯৫৪ সালের বিশ্ব চ্যাম্পিয়ন আজ ৮৯ বছর বয়সে মারা গেছেন।’

প্রায় ৬৭ বছর আগের সেই আসরে জার্মানির হয়ে মাত্র দুজন খেলোয়াড় পুরো বিশ্বকাপের ছয়টি ম্যাচই খেলেছিলেন। সেই দুজন হলেন অধিনায়ক ফ্রিৎজ ওয়াল্টার এবং তরুণ মিডফিল্ডার হোর্স্ট একেল। হাঙ্গেরির বিপক্ষে ফাইনাল ম্যাচটিতে একেলই ছিলেন সর্বকনিষ্ঠ খেলোয়াড়।

সেবার জার্মানির বিশ্বকাপ জয় ছিল রীতিমতো অলৌকিক এক ব্যাপার। কেননা হাঙ্গেরির কাছে গ্রুপপর্বের ম্যাচে ৮-৩ গোলে হেরেছিল তারা। সেখান থেকে ফাইনালে উঠে হাঙ্গেরিকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জেতেন ওয়াল্টার-একেলরা।

যখন ১৯৫৪ বিশ্বকাপজয়ী দলের অন্যান্য সদস্যরা জীবিত ছিলেন, তখন প্রায়ই অন্যান্য বড় খেলোয়াড়দের ভিড়ে চাপা পড়ে যেত একেলের নাম। তবে ২০১৭ সালে হান্স শ্যাফারের মৃত্যুর পর একেলই ছিলেন জার্মানির প্রথম বিশ্বকাপজয়ী দলের একমাত্র জীবিত সদস্য।

সেই তিনিও শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৮৯ বছর বয়সে। একেল জাতীয় দলের হয়ে ৩২টি ম্যাচ খেলেছেন। ক্লাব পর্যায়ে কাইজারস্লাটার্নের হয়ে ২১৩টি ম্যাচ খেলে ১৯৫১ ও ১৯৫৩ সালে জেতেন দুটি জার্মান লিগ শিরোপা।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :