2024-04-19 04:02:03 pm

জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নতুন কমিটি

www.focusbd24.com

জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নতুন কমিটি

০৭ ডিসেম্বার ২০২১, ১৮:২৭ মিঃ

জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নতুন কমিটি

বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২১-২০২৩ মেয়াদে কর্মকর্তা নির্বাচন গত ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে।

কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদ আহমেদ (সময় প্রকাশন), নির্বাহী পরিচালক হয়েছেন খান মাহবুবুল আলম (পলল প্রকাশনী)।

অন্য কর্মকর্তা হলেন সিনিয়র সহ-সভাপতি মিলনকান্তি নাথ (অনুপম প্রকাশনী), সহ-সভাপতি হাসান জায়েদী (পার্ল পাবলিকেশন্স), সহ-সভাপতি মো. শিহাব উদ্দিন ভূঁইয়া (দি ইউনিভার্সেল একাডেমি), অতিরিক্ত নির্বাহী পরিচালক মো. মশিউর রহমান (সৃজনী), যুগ্ম-নির্বাহী পরিচালক মো. রহমত উল্লাহ (স্বরবৃত্ত প্রকাশন), যুগ্ম-নির্বাহী পরিচালক মো. আমিন খান (অক্ষর প্রকাশনী), পরিচালক (অর্থ) মো. তোফাজ্জল হোসেন (বিশ্বসাহিত্য ভবন)।

পরিচালকদের মধ্যে রয়েছেন এ কে নাছির আহমেদ (কাকলী প্রকাশনী), ওসমান গনি (আগামী প্রকাশনী), মো. জহির দিপ্তী (ইতি প্রকাশন), ইফতেখার আমিন (শব্দশৈলী), শাহরিন হক (সুবর্ণ), মো. আফজাল হোসেন (অনিন্দ্য প্রকাশ), এ কে এম তারিকুল ইসলাম (তাম্রলিপি), মেছবাহউদ্দীন আহমদ (আহমদ পাবলিশিং হাউস), শায়লা রহমান তিথি (ঝুমঝুমি প্রকাশন), কামরুল হাসান মল্লিক (মল্লিক অ্যান্ড ব্রাদার্স), মো. মহসিন (মেরিট ফেয়ার প্রকাশন), মনজুর খান চৌধুরী (নওরোজ কিতাবিস্তান)।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির কার্যনির্বাহী পরিষদের (২০২১-২০২৩) পরিচালক পদে নির্বাচন সম্পন্ন হয়। সদস্যদের ভোটে মোট ২১ জন পরিচালক নির্বাচিত হন।

এরপর গত ৬ ডিসেম্বর নবনির্বাচিত পরিচালকদের ভোটে কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা নির্বাচন সম্পন্ন হয়।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :