2024-04-26 07:28:55 pm

মমতার নেপাল সফরেও মোদী সরকারের বাধা

www.focusbd24.com

মমতার নেপাল সফরেও মোদী সরকারের বাধা

১০ ডিসেম্বার ২০২১, ১৮:০৫ মিঃ

মমতার নেপাল সফরেও মোদী সরকারের বাধা

আরও একবার মমতা ব্যানার্জীর বিদেশ সফরে বাধা হয়ে দাঁড়ালো মোদী সরকার। শুক্রবার (১০ ডিসেম্বর) নেপাল সফরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু মমতাকে দেশছাড়ার অনুমতি দেয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা গুঞ্জন।

নেপাল সরকারের আমন্ত্রণে ১০-১২ ডিসেম্বর একটি কনভেনশনে যোগ দিতে যাওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। কিন্তু সেই সফরে ছাড়পত্র দেয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে আবারও কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী মনোভাব প্রকাশ পেয়েছে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস।

মমতার সঙ্গে এ নিয়ে তিনবার এমন ঘটনা ঘটালো। এর আগে রোম সফরের অনুমতি পাননি। তারপর চীন সফর বাতিল হয়েছিল ছাড়পত্র না পাওয়ায়।

এভাবে একের পর এক বিদেশ সফরে বাধা দেওয়ার প্রতিবাদে ভারতীয় পার্লামেন্টে সোচ্চার হবেন তৃণমূল কংগ্রেসের সদস্যরা। এখন তাদের শীতকালীন অধিবেশন চলছে।

মমতাকে কেন নেপাল সফরের অনুমতি দেওয়া হয়নি, তা জানায়নি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে এখনো কিছু বলেননি তৃণমূল সুপ্রিমো। তবে বিষয়টি নিয়ে যে শোরগোল শুরু হবে, তা স্পষ্ট।

সূত্র: হিন্দুস্তান টাইমস


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :