2024-04-26 07:59:18 pm

পাবনায় স্বতন্ত্র প্রার্থী খুনের ঘটনায় মামলা

www.focusbd24.com

পাবনায় স্বতন্ত্র প্রার্থী খুনের ঘটনায় মামলা

১২ ডিসেম্বার ২০২১, ১০:৩৮ মিঃ

পাবনায় স্বতন্ত্র প্রার্থী খুনের ঘটনায় মামলা

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন আলী খুনের ঘটনায় মামলা হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) রাতে থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা মোজাম্মেল খান মোজা। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম রোববার ( ১৩ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন।

শনিবার (১১ ডিসেম্বর) সকালে ভাঁড়ারা ইউনিয়নের চারা বটতলার ইন্দারা মোড় কালুরপাড়া এলাকায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবু সাঈদ খান ও তার লোকজন এবং স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের সুলতান মাহমুদ খানের লোকজন বের হন। এ সময় আরেক স্বতন্ত্র প্রার্থী ইয়াছিন আলী (আনারস প্রতীক) যিনি সুলতান মাহমুদ খানের চাচাতো ভাই লোকজনসহ মুখোমুখি হয়ে যান। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে সুলতান মাহমুদ ও ইয়াছিন আলীর লোকজনের সঙ্গে সাঈদ গ্রুপের লোকজনের ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

এতে স্বতন্ত্র প্রার্থী ইয়াছিন গুলিবিদ্ধ হলে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন গুলিবিদ্ধসহ আহত হন।

এদিকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর ঘটনায় ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। পাবনা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনা তদন্তে কাজ করছে। পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :