হাটহাজারীতে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
প্রকাশ :

চট্টগ্রামে হাটহাজারী পৌরসভা এলাকায় মো. এরশাদ (৩৭) নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে, কী কারণে এ হত্যাকাণ্ড তার কিছুই জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।
সোমবার (১৩ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, সোমবার রাতে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। তার ঘাড়েও আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

ভালুকা আসনের এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে ঘিরে বিশেষ মহলের অপপ্রচার ও গভীর ষড়যন্ত্র

প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে করোনা যুদ্ধে অগ্রণী ভূমিকায় মসিকের মানবিক মেয়র টিটু

ময়মনসিংহে অসহায় ও এতিমদের খাদ্যপণ্য দিয়ে বিরল দৃষ্টান্ত সৃষ্টি করছেন পুলিশ সুপার আহমার
