2024-04-26 04:44:29 pm

ঢাকায় বিদেশি নাগরিকের ৩৩ হাজার ডলার চুরি

www.focusbd24.com

ঢাকায় বিদেশি নাগরিকের ৩৩ হাজার ডলার চুরি

১৪ ডিসেম্বার ২০২১, ১১:৫৭ মিঃ

ঢাকায় বিদেশি নাগরিকের ৩৩ হাজার ডলার চুরি

রাজধানীতে এক বিদেশি নাগরিকের ৩৩ হাজার ইউএস ডলার চুরি হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার নাম- মো. তালহা ইউসুফ।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বদরুজ্জামান জিল্লু জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ৯ মার্চ উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের বাসায় একজন বিদেশি নাগরিক কর্মকর্তার কাছ থেকে ৩৩ হাজার ইউএস ডলার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় মামলা হয়। মামলাটি ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা উত্তরা বিভাগ।

এডিসি বদরুজ্জামান বলেন, মামলাটি তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০ হাজার ইউএস ডলার। বাকি ডলার উদ্ধার করা সম্ভব হয়নি।

গ্রেফতার তালহাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :