ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত
প্রকাশ :

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর এলাকায় ট্রাকের চাপায় মো. ইকবাল হোসেন (২০) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে আরেফিন নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালক মো. শফিকুলকে (৩৫) আটক করা হয়েছে।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান।
নিহত মো. ইকবাল হোসেন খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মোল্লাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।
পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান বলেন, আরেফিন নগর এলাকায় সীতাকুণ্ডের দিক
থেকে আসা একটি ড্রাম ট্রাক উল্টোপথে আসা সাইকেল আরোহীকে চাপা দেয়। এতে
সাইকেল আরোহী মো. ইকবাল হোসেন গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন
ইকবালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে জরুরি বিভাগের
দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ট্রাক ড্রাইভারকে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।

ভালুকা আসনের এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে ঘিরে বিশেষ মহলের অপপ্রচার ও গভীর ষড়যন্ত্র

প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে করোনা যুদ্ধে অগ্রণী ভূমিকায় মসিকের মানবিক মেয়র টিটু

ময়মনসিংহে অসহায় ও এতিমদের খাদ্যপণ্য দিয়ে বিরল দৃষ্টান্ত সৃষ্টি করছেন পুলিশ সুপার আহমার
