‘জাতির জনক শুধু ম্যুরালে নয় প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ের থাকতে হবে’
প্রকাশ :

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতির জনক শুধু ম্যুরালে নয় প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ের থাকতে হবে। আমরা এভাবেই শিক্ষা ব্যবস্থা তৈরি করেছি। আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে তৈরি করতে সবাই এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) নেত্রকোনার মোহনগঞ্জের শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধনে তিনি এসব কথা বলেন।
সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, স্থানীয় সংসদ সদস্য রেবেকা মমিন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়, জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, মোহনগঞ্জ পৌর মেয়র লতিবুর রহমানসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসন করায় প্রশংসা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মসিকের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ মহব্বত আলী

করোনা মহামারী মোকাবিলায় টিকা প্রদানের পরিসর বৃদ্ধি করা হয়েছে : মসিক মেয়র টিটু
