2024-04-17 02:41:38 am

বারের সাবেক সভাপতি-সম্পাদকদের সঙ্গে বসবেন বর্তমান কমিটি

www.focusbd24.com

বারের সাবেক সভাপতি-সম্পাদকদের সঙ্গে বসবেন বর্তমান কমিটি

৩১ মার্চ ২০২২, ১০:২৮ মিঃ

বারের সাবেক সভাপতি-সম্পাদকদের সঙ্গে বসবেন বর্তমান কমিটি

সম্পাদক পদে ভোট পুনগর্ণনা নিয়ে এক নজিরবিহীন পরিস্থিতিতে আটকে থাকা সব পদের ফল ঘোষণার জটিলতা কাটাতে সাবেক সভাপতি-সম্পাদকদের সঙ্গে বসার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। বুধবার (৩০ মার্চ) বিকেলে সমিতির কার্যনির্বাহী কমিটির ১৩তম সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হওয়ায় উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে জরুরি এ সভায় বসে কমিটি। সভা থেকে আসা প্রকাশ করা হয়, আগামী সাতদিনের মধ্যে সাবেক সভাপতি ও সম্পাদকরা একত্রে বসে উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকরী ভূমিকা গ্রহণ করবেন।

সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সভায় কার্যনির্বাহী কমিটির আরেক সহ-সভাপতি মুহাম্মদ শফিক উল্যা, কোষাধ্যক্ষ ড. মো. ইকবাল করিম, সহ-সম্পাদক মাহমুদ হাসান ও মিসসাফায়াত সুলতানা রুমি এবং সদস্য আইনজীবী মাহফুজুর রহমান রোমান, এ বি এম শিবলী সাদেকীন, এস এম ইফতেখার উদ্দিন মাহামুদ, মিস পারভিন কাউসার মুন্নি, মিন্টু কুমার মন্ডল, রেদওয়ান আহমেদ রানজীব ও মুনতাসির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

গত ১৫ ও ১৬ মার্চ দুদিনব্যাপী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ হয়। পরের দিন (৭ মার্চ) বিকেল সাড়ে ৪টায় ভোট গণনা শুরু হয়ে চলে মধ্যরাত পর্যন্ত। গণনায় বিভিন্ন টেবিল থেকে আসা অনানুষ্ঠানিক যোগফলে বিএনপি-সমর্থিত নীল প্যানেলের প্রার্থী মো. রুহুল কুদ্দুস (বর্তমান সম্পাদক) কিছুটা এগিয়ে ছিলেন। তবে অনিয়মের অভিযোগ তুলে সম্পাদক পদে পুনরায় ভোট গণনা চেয়ে নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়কের কাছে আবেদন জানান আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেলের সম্পাদক প্রার্থী আবদুন নূর।

এ নিয়ে মধ্যরাতে হইচই-হট্টগোল শুরু হয়। অনেকেই সে সময় নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়কের পদত্যাগ চান। সেই সঙ্গে উপস্থিত কয়েকজন আপত্তিকর কথা বলার পাশাপাশি অসৌজন্যমূলক আচরণও করেন। সে রাতের প্রত্যক্ষদর্শী কয়েকজন আইনজীবী এসব তথ্য জানিয়ে বলেন, ‘সমিতির দক্ষিণ হলে তখন অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েন নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক এ ওয়াই মসিউজ্জামান ও উপ-কমিটির অন্য সদস্যরা।’

এক পর্যায়ে রাত সাড়ে ৩টার দিকে ভোট গণনার স্থান থেকে বেরিয়ে যাওয়ার আগে এ ওয়াই মসিউজ্জামান জানান, সম্পাদক পদে পুনরায় ভোট গণনা চেয়ে করা আবেদন দুই পক্ষের উপস্থিতিতে ১৮ মার্চ বেলা ৩টায় নিষ্পত্তি করা হবে। কিন্তু ১৮ মার্চ এ ওয়াই মসিউজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘স্বাস্থ্যগত কারণে ১৭ মার্চ রাত ১টায় সমিতির বিদায়ী কার্যনির্বাহী কমিটির কাছে আমি পদত্যাগপত্র দিয়ে দিয়েছি।’ এরপর আর তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আসেননি এবং উদ্ভূত পরিস্থিতিতে এবারের নির্বাচনের কোনো পদের ফলাফলই আর ঘোষণা হয়নি। এমন পরিস্থিতিতে সম্পাদক পদে ‘ফ্রেশ কাউন্টিং’ চেয়ে আইনজীবী সমিতি প্রাঙ্গণে প্রতিদিন মিছিল করেছেন আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেলের কিছু আইনজীবী।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এবারের নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৩৩ জন। আর মোট ভোটার আট হাজার ৬২৩ জন। সিনিয়র আইনজীবী এ ওয়াই মসিউজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচনী সাব-কমিটি (নির্বাচন কমিশন) নির্বাচন পরিচালনা করেন। কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের মধ্যে সভাপতি, সহ-সভাপতির দুটি এবং সদস্যের তিনটি পদসহ মোট ছয়টি পদে আওয়ামী লীগ সমর্থিত (সাদা প্যানেল) প্রার্থীরা ভোটের অনানুষ্ঠানিক যোগফলে এগিয়ে ছিলেন। আর সম্পাদক, কোষাধ্যক্ষ, সহ-সম্পাদকের দুটি এবং সদস্যের চারটি পদসহ মোট আটটি পদে এগিয়ে ছিলেন বিএনপি সমর্থিত (নীল প্যানেল) প্রার্থীরা।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :