2024-04-26 08:54:05 am

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেনা সদস্যের মুক্তি

www.focusbd24.com

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেনা সদস্যের মুক্তি

২৭ মার্চ ২০২০, ১৩:৩৪ মিঃ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেনা সদস্যের মুক্তি
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে

শ্রীলঙ্কার গৃহযুদ্ধ চলার সময় বিদ্রোহী তামিলদের হত্যার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট সুনিল রত্নানায়েকেকে মুক্তি দেয়া হয়েছে । বৃহস্পতিবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ওই সেনা সদস্যকে ক্ষমা করে মুক্তি দেয়ার আদেশ দেন।

শ্রীলঙ্কায় গৃহযুদ্ধে আটজন তামিল সদস্যদের হত্যার অভিযোগে ২০০০ সালের ডিসেম্বরে সেনা সদস্য সার্জেন্ট সুনিল রত্নানায়েকে মৃত্যুদণ্ডের আদেশ দেন শ্রীলংকার আদালত। গত বছরও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেনা সদস্য সুনিল রত্নানায়েকে মৃত্যুদণ্ড বাতিলের জন্য আপিল করেন তবে শ্রীলংকান সুপ্রিম কোর্ট সেটি খারিজ করে দেন। এদিকে তামিলদের হত্যায় অভিযুক্ত সেনা সদস্যকে ক্ষমা করে দেয়ার ঘোষণায় নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা এমেনেস্টি ইন্টারন্যাশনাল এবং রাজনৈতিক দল দ্য তামিল ন্যাশনাল অ্যালায়েন্স।

শ্রীলংকায় ৩৭ বছর ধরে চলা গৃহযুদ্ধে প্রায় ৪০ হাজার তামিল বিদ্রোহীকে হত্যা করার অভিযোগ রয়েছে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :