, ৬ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

ময়মনসিংহে ৭৫ গাঁজার গাছসহ চাষি গ্রেফতার

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

ময়মনসিংহে ৭৫ গাঁজার গাছসহ চাষি গ্রেফতার

ময়মনসিংহের ত্রিশালে ৭৫টি গাঁজার গাছসহ আব্দুল মতিন মণ্ডল (৪৩) নামের এক চাষিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার আব্দুল মতিন মণ্ডল উপজেলার রামপুর ইউনিয়নে বীররামপুর উজানপাড়া গ্রামের মৃত রজব আলী মণ্ডলের ছেলে।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ৭৫টি গাঁজার গাছসহ আব্দুল মতিন মণ্ডলকে গ্রেফতার করা হয়।

jagonews24

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল মতিন মণ্ডল নিজে গাঁজা বিক্রি ও সেবনের কথা স্বীকার করেন। গত বছরও তিনি নিজের জমিতে গাঁজা চাষ করেছিলেন। সেই গাঁজা গাছের বিচি থেকে এবার বড় পরিসরে চাষ করেন।

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আব্দুল মতিন মণ্ডলের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ - ময়মনসিংহ অঞ্চল