2024-04-24 08:05:30 am

হাইকোর্টের বেঞ্চে একদিনে ১৪৯৮ মামলা নিষ্পত্তির রেকর্ড

www.focusbd24.com

হাইকোর্টের বেঞ্চে একদিনে ১৪৯৮ মামলা নিষ্পত্তির রেকর্ড

২০ এপ্রিল ২০২২, ১৪:৪৮ মিঃ

হাইকোর্টের বেঞ্চে একদিনে ১৪৯৮ মামলা নিষ্পত্তির রেকর্ড

২০১৬ সাল থেকে ২০১৯ পর্যন্ত জামিন সংক্রান্ত ১৪৯৮ রুল নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২০ এপ্রিল) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ ১৪৯৮টি রুল নিষ্পত্তি করে এ আদেশ দেন।

রায়ের আগে আদালত বলেন, ১৪৯৮টি মামলার মধ্যে যারা জামিনের অপব্যবহার করেননি, যাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকো কোনো অভিযোগ নেই, এমন ক্ষেত্রে রুল যথাযথ ঘোষণা করা হলো। যাদের জামিন বাতিল হয়েছে তাদের ক্ষেত্রে রুল খারিজ করা হলো।

আদালত সূত্র জানা যায়, ২০১৬ সাল থেকে ২০১৯ পর্যন্ত বিভিন্ন ব্যক্তির জামিন সংক্রান্ত ১৪৯৮টি রুল করোনাসহ নানান কারণে দীর্ঘ দিনেও শুনানি হয়নি। সম্প্রতি প্রধান বিচারপতি মামলাজট নিরসনের উদ্যোগ নেন। তার অংশ হিসেবে দেড় হাজার মামলা নিষ্পত্তির জন্য বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন বেঞ্চে পাঠানো হয়।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :