2024-03-29 11:31:11 am

করোনায় বিশ্বে প্রথম কোনো রাজকন্যার মৃত্যু

www.focusbd24.com

করোনায় বিশ্বে প্রথম কোনো রাজকন্যার মৃত্যু

২৮ মার্চ ২০২০, ১৯:৩৯ মিঃ

করোনায় বিশ্বে প্রথম কোনো রাজকন্যার মৃত্যু
প্রিন্সেস মারিয়া তেরেসা । ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এবার মারা গেলেন রাজ পরিবারের কোনো এক সদস্য।

তিনি হলেন, ফরাসি বংশোদ্ভূত বোরবন পার্মা রাজ পরিবারের সদস্য প্রিন্সেস মারিয়া তেরেসা (৮৬)।

শুক্রবার শোকার্ত রাজপরিবারের পক্ষে এই ঘোষণা দেন তার ছোট ভাই প্রিন্স সিক্সটাস হেনরি।

রাজপরিবারের সদস্যদের মাঝে কোন ব্যক্তির করোনায় মৃত্যুর ঘটনা এটাই বিশ্বে প্রথম।

প্রিন্স জাভিয়ার এবং ম্যাডেলিন ডি বোরবনের মেয়ে মারিয়া তেরেসা ১৯৩৩ সালে প্যারিসে জন্মগ্রহণ করেন। বর্তমান তিনি বংশের মধ্যে হাউজ অব বোরবনের ক্যাডেট শাখার সদস্য ছিলেন।

মারিয়া তেরেসা বিয়ে করেননি। তার কোনো সন্তানও নেই।

করোনায় বিশ্বে প্রথম কোনো রাজকন্যার মৃত্যু
শেষ বয়সে প্রিন্সেস মারিয়া তেরেসা। ছবি: সংগৃহীত

প্রাপ্তবয়সে জীবনের বেশিরভাগ সময় তিনি মাদ্রিদে কাটিয়েছেন। তিনি স্প্যানিশ রাজনৈতিক আন্দোলন নিয়ে গবেষণা ও লেখালেখি করতেন। আর তার পরিবার সিংহাসনে বসতে চেষ্টা করে যাচ্ছে।

২০১৪ সালে ফরাসি সংবাদপত্র লিবারেশনকে রাজকন্যা বলেছিলেন, তার পরিবার স্পেনে কখনও রাজত্ব করেনি।

তিনি আরও বলেন, ‘আমার বাবা তার বংশকে সিংহাসনে ফিরিয়ে আনতে সমস্ত জীবন সংগ্রাম করেছন।’ খবর: এক্সপ্রেস


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :