, ৭ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

সালভাদোরের জন্ম ও বসন্ত কুমারের প্রয়াণ

  ফিচার ডেস্ক

  প্রকাশ : 

সালভাদোরের জন্ম ও বসন্ত কুমারের প্রয়াণ

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১১ মে ২০২২, বুধবার। ২৮ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ।

ঘটনা
১৯৭২- কলকাতায় রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।
১৯৭২- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মেক্সিকো।
২০১৬- বাংলদেশের শীর্ষ যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
২০১৮- বাংলাদেশ সরকার তাদের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ ১১ মে ২০১৮ ইডিটি, বাংলাদেশ মান সময় ১২ মে ভোর ০২:১৪ তে কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করে।

জন্ম
১৯০৪- স্পেনীয় চিত্রকর সালভাদোর দালি। স্পেনের কাতালোনিয়া অঞ্চলের ফিগুয়েরেসে জন্ম তার। তার পুরো নাম সালভাদোর ডোমিঙ্গো ফেলিপি জেসিন্তো দালি ই দোমেনেখ, ১ম মার্কুইস দ্য দালি দ্য পুবোল। ‘দ্য মেটামরফোসিস অব নারসিসাস’ চিত্রকর্মের স্রষ্টা সালভাদোর দালিকে সমসাময়িক সমালোচকদের বিরামহীন সমালোচনার শিকার হতে হয়েছে। তবে সবকিছু উপেক্ষা করে শিল্পী ডুবেছিলেন রঙ, তুলি ও ক্যানভাসে। পৃথিবীর শ্রেষ্ঠ চিত্রশিল্পীদের একজন এই সালভাদোর দালি দারুণভাবে অনুপ্রাণিত ছিলেন রেনেসাঁর সময়কালীন চিন্তাচেতনা ও শৈল্পিক রুচির দ্বারা।

১৯১৬- এসপানিয়ার ঔপন্যাসিক, ছোট গল্পকার ও প্রাবন্ধিক, নোবেল বিজয়ী কামিলো হোসে সেলা।
১৯১৬- বাঙালি চিত্রশিল্পী নীরদ মজুমদার।
১৯১৮- মার্কিন পদার্থবিজ্ঞানী, নোবেল বিজয়ী রিচার্ড ফাইনম্যান।
১৯২৪- ব্রিটিশ রেডিও জ্যোতির্বিজ্ঞানী, নোবেল বিজয়ী অ্যান্টনি হিউইশ।

মৃত্যু
১৯১৫- ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী ভাই বালমুকুন্দ।
১৯১৫- ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী বসন্ত কুমার বিশ্বাস। জন্ম নদিয়া জেলার পোড়াগাছায়। তার পিতার নাম মতিলাল বিশ্বাস। নীল বিদ্রোহের নেতৃত্ব দানকারী প্রধান নেতা দিগম্বর বিশ্বাস তার পূর্বপুরুষ। ছাত্রাবস্থায় তার শিক্ষক ছিলেন ক্ষীরোদচন্দ্র গাঙ্গুলি, মূলত তার প্রভাবেই বসন্ত বিপ্লবী রাজনীতিতে আকৃষ্ট হন। রাসবিহারী বসুর তত্ত্বাবধানে তিনি বোমা ছোঁড়া অভ্যাস করতে থাকেন। তাদের লক্ষ্য ছিল বড়োলাট হার্ডিঞ্জ। নারীদের পোশাকে লীলাবতী নাম নিয়ে বসন্ত ১৯১২ সালের ২৩ ডিসেম্বর লর্ড হার্ডিঞ্জকে শোভাযাত্রার মধ্যে বোমা মেরে আহত করেন দিল্লির রাজপথে। সরকার একমাস পরে আততায়ীকে গ্রেফতারের জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করে।

১৯৬৫- অনুশীলন সমিতির সদস্য, বিপ্লবী, সাংবাদিক ও সম্পাদক মাখনলাল সেন।
১৯৮৫- বাঙালি শিক্ষাবিদ, ভাষাতত্ত্ববিদ ও খ্রিষ্টধর্মপ্রচারক কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়।
২০০১- ইংরেজ লেখক, চিত্রনাট্যকার, প্রবন্ধকার, কৌতুকপূর্ণ কাহিনী-রচয়িতা, ব্যঙ্গরচয়িতা এবং নাট্যকার ডগলাস অ্যাডামস।

  • সর্বশেষ - ফিচার