‘ইয়াং বাংলা’র নতুন সদস্য শেখ হাসিনা
প্রকাশ :

দেশের অন্যতম যুব প্ল্যাটফর্ম ইয়াং বাংলার সদস্য হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিকের ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মা শেখ রেহানার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে রাদওয়ান মুজিব লেখেন, ইয়াং বাংলার নতুন সদস্য! এসময় প্রধানমন্ত্রীর মুখে ছিল ইয়াং বাংলার লোগো সংবলিত মাস্ক।
সিআরআই ট্রাস্ট্রি হিসেবে ইয়াং বাংলা ফ্ল্যাটফর্মের দেখভাল করেন রাদওয়ান মুজিব।
রোববার সকাল পর্যন্ত রাদওয়ান মুজিবের পোস্টটিতে রিঅ্যাকশন এসেছে ২৪ হাজার। এ ছাড়া ১ হাজারের বেশি শেয়ার হয়েছে পোস্টটি।

ভালুকা আসনের এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে ঘিরে বিশেষ মহলের অপপ্রচার ও গভীর ষড়যন্ত্র

প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে করোনা যুদ্ধে অগ্রণী ভূমিকায় মসিকের মানবিক মেয়র টিটু

ময়মনসিংহে অসহায় ও এতিমদের খাদ্যপণ্য দিয়ে বিরল দৃষ্টান্ত সৃষ্টি করছেন পুলিশ সুপার আহমার
