2024-04-26 12:42:05 pm

‘বিজয়-৭১’ ভবন পরিদর্শন করলেন প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী

www.focusbd24.com

‘বিজয়-৭১’ ভবন পরিদর্শন করলেন প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী

২৩ মে ২০২২, ১৯:০৩ মিঃ

‘বিজয়-৭১’ ভবন পরিদর্শন করলেন প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী

সুপ্রিম কোর্টের জন্য নির্মিত ১২তলা ভবন ‘বিজয়-৭১’ পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও আইনমন্ত্রী আনিসুল হক। 

সোমবার (২৩ মে) বিকেল ৩টায় ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তারা। এসময় তাদের সঙ্গে ভবনের নির্মাণকাজের প্রধান স্থপতি, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা ছিলেন।

পরিদর্শনের সময় ‘বিজয়-৭১’ ভবনে চলাচলের সুবিধার্থে আইনজীবী সমিতি ভবন থেকে একটি গ্যাংওয়ে (সংযোগ সেতু), পর্যাপ্ত লিফটের ব্যবস্থা করার পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী।

গত ৩১ মার্চ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য নির্মিত ১২তলা ভবন ‘বিজয়-৭১’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনের পর থেকে ভবনে চলাচলের জন্য পর্যাপ্ত লিফট না থাকা, আইনজীবী সমিতি ভবন ও সুপ্রিম কোর্টের অন্য ভবন থেকে ‘বিজয়-৭১’ ভবনে যাতায়াতের জন্য সংযোগ সেতু না থাকায় সমালোচনা করে আসছিলেন আইনজীবীরা।

১৫৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনে রয়েছে ৩২টি এজলাস তথা বিচার কক্ষ। বিচারপতিদের জন্য রয়েছে ৫৬টি চেম্বার। বেঞ্চ অফিসার, সহকারী বেঞ্চ অফিসার ও ব্যক্তিগত কর্মকর্তাদের জন্য রয়েছে ৫৬টি অফিস। আছে একটি করে ডে কেয়ার সেন্টার, নামাজের স্থান ও গভীর নলকূপ। রয়েছে ৪টি লিফট।

১২তলা এ ভবনে রয়েছে ১৬০০ কেভিএ সাব-স্টেশন ও ৫০০ কেভিএ জেনারেটের। ভবনের গ্রাউন্ড ফ্লোরে ৪টি বিআরটিসি দোতলা বাস পার্কিংয়ের ব্যবস্থা ও ২ স্টোর কক্ষ রয়েছে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :