2024-04-16 07:37:20 pm

করোনা থামাতে পারেনি বয়স্ক যুগলের ভালোবাসা

www.focusbd24.com

করোনা থামাতে পারেনি বয়স্ক যুগলের ভালোবাসা

৩১ মার্চ ২০২০, ২০:৩০ মিঃ

করোনা থামাতে পারেনি বয়স্ক যুগলের ভালোবাসা
দু'বছর আগে তাদের পরিচয়। পরিচয় থেকে প্রেম। ছবি: বিবিসি

করোনা ভাইরাসে থমকে গেছে বিশ্ব। কিন্তু বয়স্ক দুই নারী-পুরুষের প্রেমকে থামাতে পারেনি।

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার মধ্যেও তারা সীমান্তে এসে প্রতিদিন দেখা করছেন। কাটাচ্ছেন সময়। এতে করে ওই সীমান্ত এলাকায় তারা সেলিব্রিটি হয়ে উঠেছেন।

একজন ডেনমার্কের ৮৫ বছর বয়সী ইঙ্গা রাসমুসেন। অপরজন জার্মানি থেকে আসা ৮৯ বছর বয়সী কারস্টেন টাকসেন হ্যানসেন।

তারা দুজনে জার্মানির অ্যাভেন্টফট শহরের কাছে এসে দেখা করেন। করোনা ভাইরাসের কারণে নিরাপদ দূরত্বে বসে আড্ডা মারেন। খাওয়া-দাওয়া করেন।

বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর দুই সপ্তাহ আগে জার্মানি ও ডেনমার্ক সীমান্ত বন্ধ করে দেওয়া হয়।

ইতোমধ্যে জার্মানিতে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার মানুষ। আর ডেনমার্কে আক্রান্ত হয়েছেন প্রায় আড়াই হাজারের বেশি মানুষ।

তাতেও প্রেমে ভাটা পড়েনি এই বয়স্ক যুগলের। অ্যাভেন্টফট শহরে এখনো প্রতিদিন দেখা হয় দুজনের।

জার্মানির নর্ডফ্রিজলান্ড অঞ্চলের জ্যুডারফ্যুগুম শহর থেকে ই-বাইক চালিয়ে সেখানে চলে যান কারস্টেন। আর ইঙ্গা চলে আসেন ডেনমার্কের গালেহুস শহর থেকে গাড়ি চালিয়ে।

জড়িয়ে ধরা, চুমু খাওয়া, নিদেনপক্ষে একটু হাত মেলানো- কিছুই সম্ভব হয় না করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার ভয়ে। তাতে কী! দেখা তো হয়।

সীমান্তের দুপাশে চেয়ার নিয়ে দুজন বসেন। একটু গল্প করেন। কফি খান। নাস্তা করেন।

বর্তমানে ইঙ্গা আর কারস্টেন এইটুকুতেই খুশি। এই কঠিন সময়ে প্রিয় মানুষটির সঙ্গে একটু দেখা তো হচ্ছে, কথা তো হচ্ছে তাতেই কম কিসের। সূত্র: বিবিসি, ডয়েচে ভেলে


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :