2024-05-02 04:03:35 am

বোরো উৎপাদনে গতবারের রেকর্ড ছাড়াবে: কৃষি মন্ত্রণালয়

www.focusbd24.com

বোরো উৎপাদনে গতবারের রেকর্ড ছাড়াবে: কৃষি মন্ত্রণালয়

৩১ মে ২০২২, ১৩:৫৩ মিঃ

বোরো উৎপাদনে গতবারের রেকর্ড ছাড়াবে: কৃষি মন্ত্রণালয়

আবহাওয়া অনুকূলে না থাকলেও এবার বোরোর ফলন গত বছরের রেকর্ড ছাড়িয়ে যাবে বলে দাবি করেছে কৃষি মন্ত্রণালয়। এ বছর বোরো উৎপাদনের সম্ভব্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ কোটি ১১ লাখ ৫৭ হাজার টন। গত বছর দেশে বোরো ধানের জাতীয় গড় ফলন ছিল ২ কোটি ৮ লাখ ৮৫ হাজার টন।

মন্ত্রণালয়ের তথ্যমতে, রোবরার (২৯ মে) পর্যন্ত সারাদেশের ৪৯ লাখ ৬৩ হাজার ১৯৮ হেক্টর জমির মধ্যে ৪৫ লাখ ৬৬ হাজার ৬৩৮ হেক্টরের জমির ধান কর্তন করা হয়েছে। যা ৯৪ দশমিক ৪৪ শতাংশ।

যদিও কৃষকরা ও সংশ্লিষ্টরা বলছে, এ বছর আরও বেশি ক্ষতি হবে। সারা দেশে এ বছর বোরোর ফলন অনেক কমেছে।

মন্ত্রণালয় বলছে, হাওরে বন্যা, সারাদেশের অতিবৃষ্টি, ঝড়, পাহাড়ি ঢলে ১৯ হাজার ৯২২ হেক্টর জমিতে মোট ৭৯ হাজার ৬২৯ টন ধানের ক্ষতি হয়েছে। এর মধ্যে হাওরে ১৮ হাজার ১৭৬ হেক্টর জমিতে ৭২ হাজার ১৫৭ টন ধানের ক্ষতি হয়েছে। পাহাড়ি ঢলে ১ হাজার ৬৮১ হেক্টর জমিতে ৭ হাজার ১৯৪ টন ধান নষ্ট হয়েছে। এছাড়া অতিবৃষ্টি ও ঝড়ো আবহাওয়ার কারণে ৬৫ হেক্টরে ২৭৮ টন ধানের ফলন কমেছে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :