নেত্রকোনায় সাড়ে চার হাজার ইয়াবাসহ ৩ কারবারি গ্রেফতার
প্রকাশ :

নেত্রকোনার আটপাড়া উপজেলায় চার হাজার ৬৬০ পিস ইয়াবাসহ তিন কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলা দিয়ে বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে গ্রেফতার তিনজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে আটপাড়ার তেলিগাতি ইউনিয়নের পালগাঁও এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- টেকনাফ থানার কাটাবুনিয়া গ্রামের আসিফ আলী জারদারি (২০), আসিফের মামা আটপাড়ার পালগাঁও গ্রামের মো. ফেরদৌস মিয়া (৪৩) ও ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় লাউতৈর গ্রামের মো. আজিজুল হক (৩৭)।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এসব মাদক কোথায় থেকে কীভাবে আসলো ও কাদের কাছে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।