, ৭ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

করোনা: যুক্তরাষ্ট্রে প্রতিদিনই ভাঙছে মৃত্যুর রেকর্ড

  অনলাইন ডেস্ক

  প্রকাশ : 

করোনা: যুক্তরাষ্ট্রে প্রতিদিনই ভাঙছে মৃত্যুর রেকর্ড
ছবি: বিবিসি।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮শ৮৪ জন। যা এর আগের দিনের চেয়ে ১৯জন বেশি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ১শ ১০ জনে দাঁড়িয়েছে। এছাড়া দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৬ হাজারের বেশি মানুষ। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, মার্কিন ফেডারেল সরকারের কাছে করোনা বিরুদ্ধে লড়াইয়ের জন্য পর্যাপ্ত সরঞ্জাম নেই। যেগুলো সংরক্ষিত ছিল সেগুলো ফুরিয়ে আসছে বলেও মার্কিন গণমাধ্যমে দাবি করা হয়।

তবে ওয়াশিংটন পোস্টের এই দাবি উড়িয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য পর্যাপ্ত সরঞ্জাম তাদের কাছে রয়েছে। এছাড়া আরো ১৬ বিলিয়ন ডলার তাদের ফান্ডে রয়েছে সরঞ্জাম কেনার জন্য।

  • সর্বশেষ - আন্তর্জাতিক