, ১০ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

মুনাফা বেড়েছে ঢাকা ও এক্সপ্রেস ইন্স্যুরেন্সের

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

মুনাফা বেড়েছে ঢাকা ও এক্সপ্রেস ইন্স্যুরেন্সের

মুনাফা বেড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের দুই কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স ও এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানি দুটির জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০২২ অর্থবছরের প্রথম প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র দেখা গেছে।

যা বৃহস্পতিবার (১৫ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

কোম্পানি দুটির মধ্যে ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড ২০২২ সালের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) দেখিয়েছে ৭৫ পয়সা। যা এর আগের বছরের একই সময় ছিল ৭০ পয়সা। অর্থাৎ গত প্রান্তিকের চেয়ে চলতি বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় বেড়েছে ৫ পয়সা।

তাতে ২০২১ সালের ৩১ মার্চ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৪৮ পয়সা।

একই সময়ে অপর কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্সের লিমিটেড ২০২২ সালের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) দেখিয়েছে ৬৫ পয়সা। যা এর আগের বছরের একই সময় ছিল ৪৮ পয়সা। অর্থাৎ গত প্রান্তিকের চেয়ে চলতি বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় বেড়েছে ১৭ পয়সা।

তাতে ২০২১ সালের ৩১ মার্চ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭৪ পয়সা।

  • সর্বশেষ - অর্থ-বাণিজ্য