2024-04-20 01:22:04 pm

পাকিস্তানের নির্বাচকদের ধুয়ে দিলেন আফ্রিদি

www.focusbd24.com

পাকিস্তানের নির্বাচকদের ধুয়ে দিলেন আফ্রিদি

১৬ জুন ২০২২, ১৫:০৪ মিঃ

পাকিস্তানের নির্বাচকদের ধুয়ে দিলেন আফ্রিদি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে অভিষেক হয়েছে উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ হারিসের। সিরিজে দুই ইনিংসে ব্যাটিং করে মোটে ৬ রান করতে পেরেছেন হারিস। মোহাম্মদ রিজওয়ান থাকার পরেও শেষ ম্যাচে তার হাতেই ছিল উইকেটকিপিং গ্লাভস।

স্বাভাবিকভাবেই দুই ইনিংসে মাত্র ৬ রান করায় হারিসের ওপর সন্তুষ্ট নয় পাকিস্তানের ক্রীড়ামোদিরা। তবে দেশটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি প্রশ্ন তুলেছেন অন্যদিকে। তার মতে, হারিসের এমন পারফরম্যান্সের মূল দায় তাকে দলে নেওয়া নির্বাচকদের।

স্থানীয় টিভি চ্যানেলে নির্বাচকদের ধুয়ে দিয়ে আফ্রিদি বলেছেন, ‘এটি তাদের নির্বোধের মতো সিদ্ধান্ত ছিল। আমি (পিসিবি চেয়ারম্যান) রমিজ রাজাকে কিছু বলবো না, তবে মোহাম্মদ ওয়াসিম (প্রধান নির্বাচক) যদি শুনে থাকেন, তাহলে বলবো যে এমন সিদ্ধান্ত আর নিয়েন না।’

মাত্র এক-দুইটি টি-টোয়েন্টি ম্যাচের ভিত্তিতে জাতীয় দলে না নেওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, ‘আপনি ওয়ানডে ক্রিকেটের জন্য এমন খেলোয়াড়দের কেনো নিচ্ছেন যা কি না দুইটি টি-টোয়েন্টি ম্যাচে পারফর্ম করেছে। জাতীয় দলে ডাক পাওয়া কি এখন এতোই সহজ?’

সম্ভাবনাময় তরুণদের আগে ঘরোয়া ক্রিকেটে খেলিয়ে দেখে নেওয়ার কথা জানিয়ে আফ্রিদি বলেন, ‘তরুণদের দলে নেওয়ার ক্ষেত্রে আমারও না নেই। তবে তাদের আগে ঘরোয়া ক্রিকেটে খেলতে দিন। আপনার দলে সরফরাজ ও রিজওয়ান আছে। এমন নয় যে রিজওয়ানের ক্যারিয়ার শেষ তাই নতুন কাউকে প্রয়োজন।’


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :