2024-03-29 12:05:18 am

করোনায় যুক্তরাজ্যে কমেছে বায়ু দূষণ

www.focusbd24.com

করোনায় যুক্তরাজ্যে কমেছে বায়ু দূষণ

০২ এপ্রিল ২০২০, ২০:১০ মিঃ

করোনায় যুক্তরাজ্যে কমেছে বায়ু দূষণ
ছবি:বিবিসি

করোনা ভাইরাসে বিশ্বের বিভিন্ন দেশের মতো লকডাউন হয়ে পড়েছে যুক্তরাজ্য। মানুষ ঘরবন্দি হয়ে যাওয়ায় দেশটিতে কমে এসেছে বায়ু দূষণের মাত্রা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

যুক্তরাজ্যের ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমোসফেরিকের দেয়া তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের বিভিন্ন শহরের বায়ুতে নাইট্রোজেন ডাই–অক্সাইডের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে গেছে।যুক্তরাজ্যের বার্মিংহাম, বেলফাস্ট, ব্রিস্টল, কার্ডিফ, গ্লাসগো, লিডস, লন্ডন, ম্যানচেস্টার, নিউক্যাসল এবং ইয়র্ক শহরের বায়ু পরীক্ষার করে একটি গ্রাফ চিত্র প্রকাশ করেছে ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমোসফেরিক। সেখানে দেখা যায়, গত ১৫ ফেব্রুয়ারি থেকে মার্চের ২৪ তারিখ পর্যন্ত গত পাঁচ বছরের গড় দূষণের মাত্রার তুলনায় এবারের দূষণের পরিমাণ বেশ কম।

করোনায় যুক্তরাজ্যে কমেছে বায়ু দূষণ

এ বিষয়ে ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমোসফেরিকের পরিচালক প্রফেসর অ্যালাই লেউইস বলেন, আপনি যদি যানবাহন চলাচলের দিকে খেয়াল করেন তাহলে দেখবেন সেটি কমছে। এতে এখন বায়ু দূষণ প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ কমে গেছে।

করোনা ভাইরাসে যুক্তরাজ্যে এ পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৩শ ৫২ জন। আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৪৭৪ জন।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :