2024-04-16 11:09:53 am

‘পদ্মা সেতুর উদ্বোধন হবে স্মরণকালের সেরা উৎসব’

www.focusbd24.com

‘পদ্মা সেতুর উদ্বোধন হবে স্মরণকালের সেরা উৎসব’

১৭ জুন ২০২২, ২০:০৩ মিঃ

‘পদ্মা সেতুর উদ্বোধন হবে স্মরণকালের সেরা উৎসব’

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান স্মরণকালের সেরা উৎসব হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। তিনি বলেন, সেতুর উদ্বোধন নিয়ে ষড়যন্ত্র শুরু হলেও কোনো লাভ হবে না। দেশের ইতিহাসে স্মরণকালের সেরা ও ঐতিহাসিক উৎসব হবে পদ্মার পাড়ে।

শুক্রবার (১৭ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে ঢাকাস্থ শরীয়তপুর সাংবাদিক সমিতির নতুন কমিটির অভিষেক ও ‘স্বপ্নের পদ্মা সেতু: সমৃদ্ধির পথে শরীয়তপুরসহ দক্ষিণাঞ্চল’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর নির্মানকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বিএনপি ক্ষমতায় গেলে কাজ বন্ধ হয়ে যায়। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পদ্মা সেতু নির্মাণ অগ্রাধিকার তালিকায় রাখেন প্রধানমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- খালেদা জিয়া নাকি পদ্মা সেতুর কাজ শুরু করেছিলেন। এটা ডাহা মিথ্যা। মিথ্যা বলা দলটির নেতাকর্মীদের স্বভাবে পরিণত হয়েছে। আগামী নির্বাচনেও দেশের মানুষ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন।

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন- সংসদ সদস্য নাহিম রাজ্জাক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান নগরবিদ ও শরীয়তপুর জেলা শিক্ষা ট্রাস্টের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জেষ্ঠ সচিব আখতার হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম প্রমুখ।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :