2024-04-27 09:48:21 am

মারিয়াদের সঙ্গে সংবর্ধনা পাবেন জামালরাও

www.focusbd24.com

মারিয়াদের সঙ্গে সংবর্ধনা পাবেন জামালরাও

১৮ জুন ২০২২, ১৩:২৪ মিঃ

মারিয়াদের সঙ্গে সংবর্ধনা পাবেন জামালরাও

স্বাধীনতার ৫০তম বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় সাফল্য এনেছিলেন নারী ফুটবলাররা। ঘরের মাঠে সাফ অ-১৯ নারী চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। মারিয়া মান্ডারা আগামীকাল প্রধানমন্ত্রীর কাছ থেকে সংবর্ধনা গ্রহণ করবেন। 

নারী ফুটবল দলের পাশাপাশি পুরুষ ফুটবল দলও সংবর্ধনা পাবে। ২০২০ সালে মুজিব বর্ষ ফিফা আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ জয়লাভ করে। নেপালের বিপক্ষে সেই সিরিজ জয়ের জন্য জামাল ভূঁইয়ারাও পাচ্ছেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সম্মাননা। ২০২০ সালে দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ একটিতে জয় ও আরেকটিতে ড্র করেছিল।

বাংলাদেশের নারী ফুটবল দল আন্তর্জাতিক অঙ্গনে সফল হয়ে প্রায়ই প্রধানমন্ত্রীর কাছ থেকে সংবর্ধনা গ্রহণ করেন। জাতীয় ফুটবল দলে আন্তর্জাতিক অঙ্গনে সফলতা তেমন সফলতা নেই। মুজিব বর্ষ সিরিজ জেতায় জামালরা প্রধানমন্ত্রীর সংবর্ধনা পাচ্ছেন। এটা তাদের জন্য দারুণ অনুপ্রেরণা। 

পুরুষ ও নারী ফুটবল দলের পাশাপাশি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দলও সংবর্ধনা পাবে। ক্রীড়ামোদী প্রধানমন্ত্রী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সাফল্যে ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের উৎসাহ দেন। আগামীকাল ৬৬ জন ক্রীড়াবিদ ও ২২ জন কর্মকর্তা প্রধানমন্ত্রীর কাছ থেকে সংবর্ধনা গ্রহণ করবেন বলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানা গেছে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :