, ১২ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

সরিয়ে দেয়া হলো মার্কিন রণতরীর সেই অধিনায়ককে

  অনলাইন ডেস্ক

  প্রকাশ : 

সরিয়ে দেয়া হলো মার্কিন রণতরীর সেই অধিনায়ককে
মার্কিন রণতরী থিওডোর রুজভেল্টের অধিনায়ক ব্রেট ক্রোজিয়ার।

করোনায় নাবিকদের প্রাণ বাঁচানোর আবেদন জানিয়ে চিঠি লেখা মার্কিন রণতরী থিওডোর রুজভেল্টের অধিনায়ক ব্রেট ক্রোজিয়ারকে সরিয়ে দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, চিঠিতে মার্কিন নৌবাহিনীর সমালোচনা করার কারণে তাকে সরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রশাসন।

সম্প্রতি করোনা ভাইরাস থেকে বাঁচার আকুতি জানিয়ে মার্কিন নৌবাহিনীর উদ্দেশে চিঠি পাঠান থিওডোর রুজভেল্ট রণতরীর অধিনায়ক ব্রেট ক্রোজিয়ার। প্রায় দুই সপ্তাহ আগে ইউএসএস থিওডোর রুজভেল্ট প্রথম করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। জাহাজটি বর্তমানে প্রশান্ত মহাসাগরে মার্কিন ঘাঁটি গুয়ামের একটি বন্দরে অবস্থান করছে।

মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রণতরীটি থেকে প্রায় সাড়ে তিন হাজারের বেশি নাবিককে নামিয়ে আনা হবে।ইতোমধ্যে ওই রণতরী থেকে প্রায় এক হাজার নাবিককে নামিয়ে আনা হয়েছে। এছাড়া ওই রণতরীতে করোনায় আক্রান্ত ৯৩ জনকে গুয়ামে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

  • সর্বশেষ - আন্তর্জাতিক