2024-03-29 05:14:20 pm

বন্যায় লাখাইয়ে ভেসে গেছে ৪ শতাধিক পুকুর

www.focusbd24.com

বন্যায় লাখাইয়ে ভেসে গেছে ৪ শতাধিক পুকুর

২৬ জুন ২০২২, ২১:২৭ মিঃ

বন্যায় লাখাইয়ে ভেসে গেছে ৪ শতাধিক পুকুর

বন্যার পানিতে হবিগঞ্জের লাখাই উপজেলার চার শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। এতে চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

উপজেলার করাব, মুড়িয়াউক, বামৈ ও মোড়াকড়ি ইউনিয়নের পুকুর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার শুরুতে পুকুরের চারদিকে জাল ও বাঁশের বেড়া ব্যবহার করা হলেও শেষ রক্ষা হয়নি। 

সম্প্রতি টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা আকস্মিক বন্যার সৃষ্টি হয়।     
 
উপজেলার সিংহ গ্রামের মাছ চাষি আব্দুল কুদ্দুস বলেন, এ বছর চারজনের পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন। মাছ বেশ বড় হয়েছিল। বন্যায় সব পুকুর তলিয়ে মাছ হাওরে ভেসে গেছে। 

একইভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানান কয়েকজন মৎস্য চাষি।

উপজেলা মৎস্য সম্প্রসারণ অধিদপ্তর জানায়, তলিয়ে যাওয়া পুকুরের আয়তন প্রায় ৮০ দশমিক ৬৫ হেক্টর। এতে সম্ভাব্য ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি ৮৮ লাখ ৮ হাজার টাকা। 

উপজেলা মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার বলেন, ‘ক্ষতিগ্রস্ত পুকুরের সংখ্যা আরও বেশি হতে পারে। আমাদের কাছে আরও তথ্য আসছে।’


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :