প্রতিবন্ধী ভাতা ২০০০ টাকা করার দাবি
প্রকাশ :

প্রতিবন্ধী ভাতা ন্যুনতম দুই হাজার টাকা করার দাবি করেছে বাংলাদেশ জাতীয় বধির সংস্থা।
আজ (২৯ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে সংস্থাটি এ দাবি করে। বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সভাপতি শাহাদাৎ আনম হারুনের সভাপতিত্বে মানববন্ধনে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস।
শাহাদাৎ আনম হারুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছিলেন যে প্রতিবছর বাজেটে প্রতিবন্ধীদের ভাতার পরিমাণ বাড়ানো হবে। ২০২৫ সালের মধ্যে এই ভাতা আড়াই টাকায় উন্নীত করা হবে। সে অনুযায়ী চলতি বছরে ভাতা দুই হাজার ২০০ টাকা করার কথা।
কিন্তু প্রস্তাবিত বাজেটে মাত্র ১০০ টাকা বাড়ানো হয়েছে। যা অসহায় প্রতিবন্ধীদের প্রতি অত্যন্ত অমানবিক ও উপহাসের সামিল।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, বর্তমানে ভাতা হিসেবে প্রতিবন্ধীরা মাসে মাত্র ৭৫০ টাকা পেয়ে থাকেন। প্রস্তাবিত বাজেটে ১০০ টাকা বেড়ে এটি ৮৫০ টাকা হবে। স্বাভাবিক মানুষের তুলনায় একজন প্রতিবন্ধীর খরচ বেশি। কারণ প্রতিবন্ধীকে চিকিৎসায় অনেক টাকা খরচ করতে হয়। সরকার থেকে দেওয়া এই পরিমাণ টাকা দিয়ে বর্তমানে এক সপ্তাহও চলা সম্ভব নয়।
তাই অবিলম্বে বাজেটে প্রতিবন্ধী ভাতা ৭৫০ টাকা থেকে দুই হাজার টাকা করার দাবি করেছেন তারা।
মানববন্ধনে বাংলাদেশ জাতীয় বধির সংস্থার নেতারা ও প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।

ভালুকা আসনের এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে ঘিরে বিশেষ মহলের অপপ্রচার ও গভীর ষড়যন্ত্র

প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে করোনা যুদ্ধে অগ্রণী ভূমিকায় মসিকের মানবিক মেয়র টিটু

ময়মনসিংহে অসহায় ও এতিমদের খাদ্যপণ্য দিয়ে বিরল দৃষ্টান্ত সৃষ্টি করছেন পুলিশ সুপার আহমার
