, ২২ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

মতলবে করোনার উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু, ৫ বাড়ি লগডাউন

  অনলাইন ডেস্ক

  প্রকাশ : 

মতলবে করোনার উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু, ৫ বাড়ি লগডাউন
মতলবে করোনার উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু, ৫ বাড়ি লগডাউন।ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে করোনার উপসর্গ জ্বর, ঠাণ্ডা ও বমি নিয়ে এক বৃদ্ধা (৫৫) মারা গেছেন। শুক্রবার (৩ এপ্রিল) গভীর রাতে তিনি মারা যান। এ ঘটনার পর আজ শনিবার সকাল থেকে ওই নারীর বাড়িসহ আশপাশের ৫টি বাড়িতে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। বিকালে তাকে প্রশাসনের বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়েছে।

মারা যাওয়া নারীর নমুনা সংগ্রহ করে করোনা টেস্টের জন্য ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, ওই নারী মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন। তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। তিনি গত দু’দিন আগে নারায়ণগঞ্জ থেকে মতলব উত্তরে আসেন।

এ ব্যাপারে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা নুসরাত জাহান মিথেন জানান, স্যাম্পল ঢাকায় পাঠানো হয়েছে এবং ৫ বাড়ি লগডাউনে রাখা হয়েছে।