2024-04-25 12:34:28 am

এবার যুক্তরাষ্ট্রে চলছে মৃত্যুমিছিল, আরও ১৪৯৭ জনের মৃত্যু

www.focusbd24.com

এবার যুক্তরাষ্ট্রে চলছে মৃত্যুমিছিল, আরও ১৪৯৭ জনের মৃত্যু

০৫ এপ্রিল ২০২০, ১১:৫০ মিঃ

এবার যুক্তরাষ্ট্রে চলছে মৃত্যুমিছিল, আরও ১৪৯৭ জনের মৃত্যু
ছবি সংগৃহীত

প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১৪৯৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা সাড়ে আট হাজার ছাড়লো।

দেশটির নিউ ইয়র্কে করোনার প্রকোপ সবচেয়ে ভয়াবহ। এই শহরটিতেই এখন পর্যন্ত মারা গেছে ২ হাজার ৬২৪ জন।

এছাড়া নতুন করে দেশটিতে ৩৩ হাজার ৩৪৮ জন আক্রান্ত হয়েছে বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে। এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১১ হাজার ছাড়াল।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেছেন, দুর্ভাগ্যবশত আরও বহু সংখ্যক মৃত্যু হবে ।

তিনি আরও বলেছেন, সম্ভবত এটি সবচেয়ে কঠিন সপ্তাহ হবে, এই সপ্তাহ এবং পরের সপ্তাহ।

এদিকে বিশ্বব্যাপী এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত ১২ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৬৪ হাজারের বেশি জনের। প্রতিক্ষণে মৃত ও আক্রান্তের সংখ্যা বাড়ছে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর বিশ্বের ১৮০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। সিএনএন, ডেইলি মেইল।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :