2024-03-28 09:28:28 pm

‘সোহানের অধিনায়কত্বের তেজ আছে’

www.focusbd24.com

‘সোহানের অধিনায়কত্বের তেজ আছে’

২৩ জুলাই ২০২২, ২০:১৮ মিঃ

‘সোহানের অধিনায়কত্বের তেজ আছে’

‘আমরা সবাই আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি, সোহানকে নেতৃত্ব দিয়েছি। আমরা মনে করছি যে তার নেতৃত্বগুণ আছে, অ্যাগ্রেসিভ, মোটিভেট করতে পারে, স্পিরিটেড।’- আসন্ন জিম্বাবুয়ে সিরিজের টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে নুরুল হাসান সোহানকে মনোনীত করার পর এভাবেই বলছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

মাহমুদউল্লাহ রিয়াদকে রীতিমত জোরপূর্বক বিশ্রাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার পরিবর্তে জিম্বাবুয়ে সফরে নেতৃত্ব দেবেন সোহান। তার ঘরোয়া ক্রিকেটের কোচ সোহেল ইসলামও অনেকটা জালাল ইউনুসের সুরেই কথা বললেন। জানালেন, অধিনায়কত্বের যে তেজ থাকা দরকার, সেটি সোহানের আছে।

আজ শনিবার (২৩ জুলাই) মিরপুরে সংবাদমাধ্যমকে সোহান বলেন, ‘সোহান ছোটবেলা থেকেই খুবই সাহসী। ওর মধ্যে ওই জিনিসটা (সাহস) আছে। অধিনায়কত্বের জন্য তেজ থাকা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা আছে। দীর্ঘদিন যেহেতু অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে, আমার কাছে হয় ও এখান থেকে বের হয়ে এসে সহজাত ভাবেই করতে পারবে।’

ঘরোয়া ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দীর্ঘদিন শেখ জামালের নেতৃত্ব দিয়েছেন। সেই দলেরই কোচ সোহেল। সোহানকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। জানেন, সোহান কীভাবে খেলোয়াড়দের থেকে সেরাটা বের করে আনতে পারেন।

সোহেল বলেন, ‘ও (সোহান) নিজে যে সিদ্ধান্ত নেয়, ওটার প্রতি আত্নবিশ্বাসী থাকে। অধিনায়ক হিসেবে এইটা একটা বড় ব্যাপার। যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, আসলে খুবই শক্তভাবে নেয়। বোলিং পরিবর্তন বলেন, যে পরিবর্তনগুলো বলেন, পার্সোনালি যখন কথা বলে, ওয়ান টু ওয়ান, সে কী চায় বোলারের কাছে, ওই পরিস্থিতিতে আমাদের আসলে কী করতে হবে এই জিনিসগুলো ও ব্যাখা করে, যেটা বোলারদের জন্য বল করা অনেক সহজ হয়ে যায়।’

সঙ্গে যোগ করেন সোহেল, ‘অধিনায়কত্বের ক্ষেত্রে লিডিং ফ্রম দ্য ফন্ট থাকতে হবে, সর্বশেষ ইমরুল ছিল কিন্তু  দীর্ঘদিন ও শেখ জামালের অধিনায়কত্ব করেছে। যতদিনই খেলুক না কেন, (ম্যাচের) কঠিন পরিস্থিতিগুলো খুবই ভালো হ্যান্ডেল করেছে। অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়ে খেলাটা এটা ওর মধ্যে আছে।’


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :