2024-03-28 03:06:11 pm

যতদিন বেঁচে থাকব, শিশুটির খোঁজ-খবর রাখব: বর্ষা

www.focusbd24.com

যতদিন বেঁচে থাকব, শিশুটির খোঁজ-খবর রাখব: বর্ষা

৩১ জুলাই ২০২২, ১৭:৫৫ মিঃ

যতদিন বেঁচে থাকব, শিশুটির খোঁজ-খবর রাখব: বর্ষা

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় জন্ম নেওয়া শিশুকে আর্থিক সহায়তা করেছেন চিত্রনায়িকা বর্ষা। শিশুটি যতদিন বেঁচে থাকবেন, দূর থেকে হলেও ওই নবজাতকের খোঁজ-খবর রাখবেন বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৩০ জুলাই) রাজধানীর যমুনা ব্লকবাস্টারে ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত ‘দিন দ্য ডে’-এর বিশেষ শোয়ে সাংবাদিকদের এসব কথা জানান বর্ষা।

আর্থিক সহায়তা করার বিষয়টি উল্লেখ করে বর্ষা বলেন, ‘সম্প্রতি ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় এক গর্ভবতী মায়ের পেট ফেটে বাচ্চা বের হয়ে যায়। এ খবর দেখে খুবই কষ্ট পেয়েছিলাম। মনে হচ্ছিল, বাচ্চাটি যেন আমারই। আমার যদি কোনোদিন মেয়ে হয় এমনি হবে। বিষয়টি দেখার পর ময়মনসিংহের জেলা প্রশাসকের ফোন নম্বরে যোগাযোগ করে বাচ্চাটি কেমন আছে, কোনো কিছু লাগবে কি না তা জানি। তিনি জানান বাচ্চাটি ভালো আছে এবং বাচ্চাটির জন্য একটি ব্যাংক অ্যাকাউন্টও খুলেছেন। বাচ্চাটার ভালো চিকিৎসার জন্য তখন সহায়তা করি।’

সময় পেলেই বাচ্চাটিকে দেখতে যাবেন বর্ষা। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘রাতে নিউজ দেখলাম, ওকে ঢাকার আজিমপুরে নিয়ে আসছে। আমি সেখানে যাব, সেখানকার লোকজনের সঙ্গে কথা বলব। যতদিন আমি বর্ষা বেঁচে আছি, বাচ্চাটাকে দেখাশোনা করবো, দূর থেকেও হলেও।’

নিজে থেকেও অনেক সময় সামাজিক কাজে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বর্ষা। সামাজিক অনেক কাজ করেও থাকেন। কিন্তু সেসব সবাইকে জানানো হয় না বলেও জানান বর্ষা।

গত ২৯ জুলাই বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ওই নবজাতককে ছাড়পত্র দিলে গাড়িযোগে ঢাকার আজিমপুর শিশু নিবাসে পাঠানো হয়।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :