ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ হামলা, শীর্ষ রপ্তানিকারক নিহত
প্রকাশ :

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মিকোলাইভ শহরে ব্যাপক রুশ হামলায় দেশটির শীর্ষ শস্য রপ্তানিকারক ওলেক্সি ভাদাটুরস্কি এবং তাঁর স্ত্রী নিহত হয়েছেন।
মিকোলাইভ শহরের স্থানীয় গভর্নর ভিটালি কিম বলেন, নিহত ভাদাটুরস্কি ইউক্রেন থেকে খাদ্যশস্য রফতানিকারক প্রতিষ্ঠান নিবুলন কোম্পানির প্রতিষ্ঠাতা এবং মালিক।
রুশ দখলীকৃত খেরসন অঞ্চলের বর্ডার ঘেঁষা মিকোলাইভ শহরটি কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ। সেখানে অবস্থিত নিবুলন কোম্পানির সদর দফতর মূলত গম, বার্লি এবং শস্য রপ্তানি করে। কোম্পানিটির নিজস্ব নৌবহর এবং শিপইয়ার্ডও রয়েছে।
ভাদাটুরস্কির মৃত্যুকে বিরাট ক্ষতি হয়েছে বর্ননা করে ইউক্রেনের প্রেসিডেন্ট এক বার্তায় বলেন, এই ব্যবসায়ীটি একটি আধুনিক শস্য বাজার ব্যবস্থা তৈরির প্রক্রিয়ায় যুক্ত ছিলেন।
এর আগে, ইউক্রেনের শীর্ষ ধনী ওই ব্যবসায়ী “ইউক্রেনের হিরো" পুরস্কার পেয়েছিলেন।
শহরের মেয়র ওলেকসান্দার সেনকেয়েভিচ জানান, রোববারের ওই হামলায় পরপর ১২ টি ক্ষেপনাস্ত্র বিভিন্ন বাড়ি এবং শিক্ষা প্রতিষ্ঠানে আঘাত হানে। পাঁচ মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর এই শহরে সম্ভবত এটাই সবচেয়ে তীব্র রুশ আক্রমণ।