2024-04-24 08:34:19 am

দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়া বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে খেলবে জিম্বাবুয়ে

www.focusbd24.com

দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়া বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে খেলবে জিম্বাবুয়ে

০৫ আগষ্ট ২০২২, ০৯:০৮ মিঃ

দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়া বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে খেলবে জিম্বাবুয়ে

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। এই দলে নেই দুই অভিজ্ঞ ক্রিকেটার ক্রেইগ আরভিন ও শন উইলিয়ামস। 

শন উইলিয়ামস এই সিরিজের জন্য ছুটি চেয়েছেন। টি-টোয়েন্টি অধিনায়ক আরভিনের খানিকটা চোট থাকায় তাকেও দলের বাইরে রাখা হয়েছে। এ ছাড়া দলের নিয়মিত সব ক্রিকেটারকেই ডাকা হয়েছে ওয়ানডে সিরিজে। দলের নেতৃত্বে রয়েছে উইকেট রক্ষক ব্যাটসম্যান রেগিস চাকাবা। 

দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে শুক্রবার। বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে খেলা শুরু হবে। পরের দুটি ওয়ানডে ৭ ও ১০ আগস্ট। 

টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরে যাওয়া বাংলাদেশ প্রবল চাপে আছে। নিজেদের পছন্দের ফরম্যাট ওয়ানডে দিয়ে তারা স্বরূপে ফিরতে পারেন কিনা সেটাই দেখার। 

জিম্বাবুয়ে দল: রায়ান বার্ল, রেগিস চাকাবা, ব্র্যাডলি ইভান্স, লুক জংগুয়ে, ইনোসেন্ট কাইয়া, তাকুদজওয়ানাশে কাইতানো, ওয়েসলে মাধভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়ঙ্গা, তারিসাই মুসাকান্দা, রিচার্ড গাভারা, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা ও মিল্টন শুম্বা। 


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :