2024-04-24 07:35:24 pm

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, নোয়াখালীতে দুই ফার্মেসিকে জরিমানা

www.focusbd24.com

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, নোয়াখালীতে দুই ফার্মেসিকে জরিমানা

০৮ আগষ্ট ২০২২, ২১:৪৫ মিঃ

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, নোয়াখালীতে দুই ফার্মেসিকে জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে বিক্রির জন্য মেয়াদোত্তীর্ণ ও বিনামূল্যের (নমুনা) ওষুধ রাখায় দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৮ আগস্ট) দুপুরে চৌমুহনী চৌরাস্তার জননী ফার্মেসি ও শঙ্কর ফার্মেসিকে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া।

jagonews24

তিনি জাগো নিউজকে বলেন, ফার্মেসি দুটিতে মেয়াদোত্তীর্ণ ও চিকিৎসকের নমুনা (ফিজিশিয়ান স্যাম্পল) ওষুধ বিক্রির জন্য সাজিয়ে রাখাছিল। এ কারণে জননী ফার্মেসিকে পাঁচ হাজার ও শঙ্কর ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তার অধিকারের এ কর্মকর্তা।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শওগত আলীসহ বেগমগঞ্জ মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :