, ২২ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

ভাসমান মাছ ধরার ট্রলার উদ্ধার, মাঝিসহ সবাই নিরাপদে

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

ভাসমান মাছ ধরার ট্রলার উদ্ধার, মাঝিসহ সবাই নিরাপদে

বরগুনার পাথরঘাটার জিনতলার সমুদ্র থেকে ভাসমান অবস্থায় জেলেবিহীন একটি মাছধরা ট্রলার উদ্ধার করেছে বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি। সমুদ্রে ইঞ্জিন বিকল হওয়ার কারণে ট্রলারটি রেখে জেলেরা তীরে ফিরতে বাধ্য হন বলে জানিয়েছে সমিতিটি।

বুধবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ট্রলারটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ট্রলারটির নাম ‘এফবি মা বাবার দোয়া।’ চট্টগ্রামের বাঁশখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ ট্রলারটির মালিক বলে নিশ্চিত করেছে বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। 

বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি জানায়, দুপুর ১টার দিকে জেলেবিহীন একটি ট্রলার সমুদ্রে ভাসতে দেখে স্থানীয় জেলেরা। সাগর উত্তাল থাকায় নিকটবর্তী ট্রলারগুলো সেটির কাছে যেতে পারছিল না। পরে তারা বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতিকে বিষয়টি জানালে তারা ট্রলারটি উদ্ধার করার ব্যবস্থা করে। 

গোলাম মোস্তফা বলেন, ‘বুধবার দুপুরে প্রচুর ঝড়-বৃষ্টি শুরু হয় সমুদ্রে। ইঞ্জিন বিকল থাকায় ট্রলারটি ফেলে মাঝিসহ ১৮ জেলে মহিপুরের একটি ট্রলারে ওঠে চলে যান। ওই জেলেরা সবাই মহিপুর নিরাপদে আছেন। ট্রলারের মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’