2024-04-27 06:39:58 am

সবাই চাইছিল আমি রান করি: বিজয়

www.focusbd24.com

সবাই চাইছিল আমি রান করি: বিজয়

১২ আগষ্ট ২০২২, ২৩:২২ মিঃ

সবাই চাইছিল আমি রান করি: বিজয়

অনেক দিন পর দলে ফিরেছেন। ড্রেসিংরুমের বাকিদের সঙ্গে মানিয়ে নেওয়া তার জন্য কঠিনই হওয়ার কথা। কিন্তু এনামুল হক বিজয়ের সেই অস্বস্তিতে পড়তে হয়নি। সতীর্থরা এভাবেই বরণ করে নিয়েছেন যে, দীর্ঘ বিরতির কথা মনেই পড়েনি তার।

বিজয় জানালেন, দলের প্রতিটি সদস্য তার প্রতি আন্তরিক ছিলেন এবং তাকে অনুপ্রাণিত করেছেন। এজন্যই তার মাঠে নেমে পারফর্ম করা অনেকটা সহজ হয়ে যায়।

বিজয় বলেন, ‘আসলে আমি প্রতিটি খেলোয়াড়ের কাছ থেকে দারুণ সাপোর্ট পেয়েছি। অবশ্যই তামিম-রিয়াদ ভাইয়ের কাছ থেকে অনেক বেশি পেয়েছি। জুনিয়রদের মধ্যে আফিফ আছে, তাসকিন আছে, মোসাদ্দেক-লিটন আছে। সবাই আসলে আমাকে ভালোভাবে গ্রহণ করেছে এবং বুঝতে দেয়নি যে আমি অনেক পর এসেছি। আমরা একটা পরিবারের মতো ছিলাম। এটা একটা ভালো দিক। এতে করে পারফর্ম করা সহজ হয়ে যায়।’

উইকেটরক্ষক এই ব্যাটারের ধারণা, দলের প্রতিটি সদস্যই চেয়েছেন যাতে তিনি রান করতে পারেন। বিজয়ের ভাষায়, ‘যেহেতু আমি প্রথম শ্রেণি আর প্রিমিয়ার লিগে বেশ ভালো খেলে গিয়েছি। এ কারণে সবাই চাচ্ছিল যে আমি পারফর্ম করি এবং ওই দোয়াটা আসলে কাজে লেগেছে। আমার পারফর্ম করাটা অনেক সহজ হয়ে গেছে।’


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :